আরটিভিতে শুরু হতে যাচ্ছে দর্শকদের উপস্থিতিতে স্ট্যান্ডআপ কমেডি শো- ‘কমেডি ক্লাব’। ৪ সেপ্টেম্বর ২০২১ শনিবার সন্ধ্যা ৬টা ৫মিনিটে প্রচার হবে উদ্বোধনী পর্ব। সাপ্তাহিক অনুষ্ঠান হিসেবে ‘কমেডি ক্লাব’ প্রতি শনিবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে।
এ প্রসঙ্গে আরটিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘আরটিভি সবসময় সুস্থ বিনোদন এবং সচেতনতামূলক কাজের প্রতি যত্মশীল। ‘কমেডি ক্লাব’ও একটি কৌতুক প্রধান সচেতনতামূলক অনুষ্ঠান যার মাধ্যমে আমাদের চারপাশের বিভিন্ন অসঙ্গতিকে তুলে ধরা হবে। এতে করে মানুষ যেমন আনন্দ পাবে তেমনি সচেতন নাগরিক হিসেবে নিজেকে গড়তে দিকনির্দেশনা পাবে।’
নূর হোসেন হীরা’র প্রযোজনায় মিরাক্কেলখ্যাত সজল এর উপস্থাপনায় অনুষ্ঠানে আরো পারফর্ম করবেন- মোঃ পরশ, ইশতিয়াক নাসির, এমদাদুল হক হৃদয়, তারেক মাহমুদ, সাবিকুন্নাহার মুন্না, শাওন মজুমদার প্রমুখ।