হোম > বিনোদন > টেলিভিশন

যুক্তরাষ্ট্র প্রবাসীকে বিয়ে করছেন অপূর্ব

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বিয়ে করছেন। জানা গেছে, পাত্রী আমেরিকা প্রবাসী। নাম শাম্মা। যুক্তরাষ্ট্রের একটি গাড়ির প্রতিষ্ঠানে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।

পারিবারিক আয়োজনেই অভিনেতার এ বিয়ে সম্পন্ন হবে বলে নিশ্চিত করেছেন অপূর্ব। তিনি বলেন,‘আমার পরিবার প্রথম মেয়ে দেখেছে। তাঁরা পছন্দ করে আমাকে জানিয়েছে। আমি কথা বলে রাজি হয়েছি। বিয়ের প্ল্যানিং, প্রগ্রাম সবটাই পরিবার থেকে করা হচ্ছে। বিয়ে গোপনে করা যায় না। কেউ গোপনে রাখতে পারে না। বোকার মতো গোপনে বিয়ে করার কোন মানেও হয়না। ধর্মীয় বা সামাজিকভাবে এটা পাপও না। আমি তো খারাপ কিছু করতে যাচ্ছি না যেখানে লুকিয়ে রাখতে হবে।’

তিনি জানান, আগামীকাল ২ সেপ্টেম্বর রাজারবাগের একটি কমিউনিটি সেন্টারে বিয়ে অনুষ্ঠিত হবে। নতুন জীবনের জন্য দোয়া চেয়েছেন এ তারকা।

এটি অপূর্বের তৃতীয় বিয়ে। এর আগে ২০১০ সালে অভিনেত্রী প্রভাকে বিয়ে করেন অপূর্ব। সে সংসার ভেঙে গেলে ২০১১ সালে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন তিনি। তার সঙ্গেও সংসারের ইতি টানেন ২০২০ সালে।

অদিতির সংসারে আয়াশ নামে এক পুত্রসন্তান রয়েছে অপূর্বর। অপূর্বর সাবেক স্ত্রী অদিতিও আবার বিয়ে করেছেন কয়েক মাস আগে।

বড়দিনের টিভি আয়োজন

মঞ্চে আসছে শিশুতোষ নাটক ‘আনারসের ঢাকা সফর’

শত পর্বে ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’

আবুল হায়াত ও ডলি জহুরকে নিয়ে ‘লাইফ ইজ বিউটিফুল’

বড়দিনের ছুটিতে বটতলার ‘রাইজ অ্যান্ড শাইন’ নাটকের দুই প্রদর্শনী

‘ইত্যাদি’র নতুন পর্ব এবার চুয়াডাঙ্গায়

‘মহাশূন্যে সাইকেল’ নাটকের চার দিনে সাত প্রদর্শনী

দর্শক চায় বাস্তবজীবনেও আমাদের জুটি হোক

নির্ধারিত সময়ের দুই দিন পর শুরু হচ্ছে নবীন প্রবীণ নাট্যমেলা

মঞ্চে আসছে ফারুক আহমেদ নির্দেশিত প্রথম নাটক ‘রঙমহাল’