হোম > বিনোদন > টেলিভিশন

মধ্যবয়সের প্রেম নিয়ে শাব্দিকের ‘ঊনষাট বসন্ত’

পঞ্চাশোর্ধ্ব দুজন মানুষের প্রণয়। এরপর বিয়ে করতে এক উকিলের চেম্বারে গিয়ে ঘটে কিছু বিপত্তি। এমন সম্পর্ক নিয়ে সামাজিক বিপত্তির গল্পই উঠে এসেছে ‘ঊনষাট বসন্ত’–এ।

বেঁচে থাকতে বিশ্বস্ত হাতের প্রয়োজন। প্রয়োজন হয় যত্নের। প্রেম না থাকলে মানুষের বেঁচে থাকা অর্থহীন। জীবনকে অর্থপূর্ণ করতে  ‘ঊনষাট বসন্ত’ গল্পের মধ্য দিয়ে সমাজকে অন্যরকম ভালোবাসার একটি বার্তা দিতে চেয়েছেন নির্মাতা।

গত ৪ নভেম্বর উত্তরা ও এর আশপাশের এলাকায় এই নাটকের শুটিং হয়। বুলবুল মাসউদের রচনা ও শাব্দিক শাহীন পরিচালনায় এতে অভিনয় করেছেন গুণী অভিনেতা মামুনুর রশীদ, ডলি জহুর ও সুজন হাবিবসহ আরও অনেকে।

নির্মাতা শাব্দিক শাহীন বলেন, ‘আমি সব সময়ই গতানুগতিক গল্পের বাইরে গল্প বলার চেষ্টা করি। ট্রেন্ড, ভিউ কিংবা হিটের পরিকল্পনা নিয়ে আমি গল্প বানাই না। এই গল্পের মাধ্যমে আমি সমাজে ভালোবাসার নতুন এক গল্প বলতে চেয়েছি। আশা করি, ঊনষাট বসন্ত গল্পটি সবার ভালো লাগবে।’ 

নির্মাতা শাব্দিক শাহীন এর আগে মায়ার জালে, মেঘলা দিনের কাব্য, হলুদ শহরের প্রেম, লতিফ দপ্তরিসহ আরও বেশ কিছু টেলিভিশন নাটক নির্মাণ করেছেন। দর্শকদের মধ্যেও বেশ কদর পেয়েছে সেগুলো।

মঞ্চে আসছে নতুন দলের নতুন নাটক ‘দ্য সি অব সাইলেন্স’

হঠাৎ সৎ হওয়ার পরিণতির গল্পে নাটক ‘কাঁটা ২’

স্বপ্নদল ও ঢাকা থিয়েটারের আয়োজনে সেলিম আল দীন স্মরণোৎসব

ব্যঙ্গনাট্য ‘তার্ত্যুফ’ মঞ্চে আনছে থিয়েটারিয়ান

বেড়েছে পারিবারিক গল্পের জনপ্রিয়তা

ছোটপর্দার আলোচিত ঘটনা

টিভি ও ওটিটির আলোচিত নতুন মুখ

বড়দিনের টিভি আয়োজন

মঞ্চে আসছে শিশুতোষ নাটক ‘আনারসের ঢাকা সফর’

শত পর্বে ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’