হোম > বিনোদন > টেলিভিশন

সন্তানের প্রথম নাটকে প্রযোজনায় মা

এক কিশোরীর জীবনে ঘটে যাওয়া ভুল এবং এরপর অনুতপ্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বানানো হয়েছে নাটক ‘রিগ্রেট’। নির্মাতা তৌহিদ হক বলেন, ‘গল্পটি সম্পূর্ণ নারীকেন্দ্রিক। আমি একজন মা ও মেয়ের গল্প বলতে চেয়েছি। একজন মায়ের সংগ্রাম এই নাটকের প্রধান বিষয়। এতে সমাজের বাস্তবচিত্র তুলে ধরা হয়েছে।’ 

গত ২৭ ও ২৮ অক্টোবর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের আশপাশের এলাকায় হয় এই নাটকের শুটিং হয়। তৌহিদ হকের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান ও গুণী অভিনেত্রী মনিরা মিঠু। 

নাটকটি সম্পর্কে সাদিয়া আয়মান আজকের পত্রিকাকে বলেন, ‘এটা মা এবং মেয়ের গল্প। একজন টিনেজার মেয়ের জীবনে নেওয়া অনেক ভুল সিদ্ধান্তের খেসারতের গল্প “রিগ্রেট”। টিনএজ বয়সে অনেকেই পরিবারকে অবহেলা করে এবং অনেক ভুল সিদ্ধান্ত নেয়। পরিবারের কাছের মানুষদেরও তখন তাদের শত্রু মনে হয়। আমার মনে হয় গল্পটা প্রতিটি টিনেজারের দেখা উচিত।’ 

‘রিগ্রেট’ নাটকটি নির্মাণের পেছনে রয়েছে আরেকজন মায়ের সংগ্রামের গল্প। নির্মাতা তৌহিদ হক জানান, এটি তাঁর পরিচালিত প্রথম নাটক। আর এই নাটক প্রযোজনা করেছেন তাঁর মা। নাটক নির্মাণে সব টাকা দিয়েছেন তিনি। তৌহিদ বলেন, ‘আমি যখন কোনো প্রযোজকের কাছে যাই, তারা আমার ওপরে ভরসা পাননি। কিন্তু মা আমাকে সেই ভরসা দিয়েছেন। মায়ের অনেক দিনের স্বপ্ন, ছেলে একদিন বড় নির্মাতা হবে। মা তার জমানো টাকা দিয়ে বলেন, তুই নাটক বানা।’ 

নাটকটিতে আরও অভিনয় করেছেন—হিন্দোল রায়, রকি খান, সোহেল তৌফিক প্রমুখ।

বিজয় দিবসের নাটকে মৌ

ফেসবুক পোস্টের গল্প থেকে নাটক, কেন্দ্রীয় চরিত্রে অহনা

রাবেয়া খাতুনের সখিনাকে খুঁজছেন আবুল হায়াত

মোশাররফ করিম এবার স্ট্যান্ডআপ কমেডিয়ান

১ ডিসেম্বর চ্যানেল আইয়ে ব্যান্ড ফেস্ট

লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০২৫-এর সেরা ৫

এবার অর্থ প্রতারণার অভিযোগ তিশার বিরুদ্ধে

আমাকে সেখানেই পাওয়া যাবে, যেখানে চরিত্রের গুরুত্ব থাকবে: সুনেরাহ বিনতে কামাল

পলাশের ডাকবাক্স ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে বসবে ব্রেস্ট ফ্রিডিং কর্নার

মরুর বুকে বাংলার ঘ্রাণ ‘রিয়াদ বাংলাদেশ থিয়েটার’