হোম > বিনোদন > টেলিভিশন

আবুল হায়াতের পরিচালনায় নতুন নাটক

সোমবার নিজের রচনা ও পরিচালনায় ‘কান পেতে রই’ নামের একটি নাটক নির্মাণ করেছেন আবুল হায়াত। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, শাহেদ শরীফ খান, দীপা খন্দকার, শিশুশিল্পী অবনী ও আরাফাত এবং আবুল হায়াত নিজে।

চ্যানেল আইতে প্রচার হবে নাটকটি। ‘কান পেতে রই’ নাটকের গল্প প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘এটি মূলত প্রেমের গল্প। এ নাটকের মধ্য দিয়ে আমি একটি বিষয়ই তুলে ধরতে চেয়েছি, তা হলো- ভালোবাসার কোনো মৃত্যু নেই। এতে আমার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান। আর আমার পুত্র ও পুত্রবধুর চরিত্রে আছে শাহেদ ও দীপা।’

দিলারা জামান বলেন, ‘হায়াত ভাইয়ের পরিচালনায় অভিনয় করতে সবসময়ই ভালো লাগে। তিনি বেশ যত্নের সঙ্গে কাজ করেন বলে তাঁর নাটকগুলো ভালো হয়।’

পাঁচ মাস আগে আবুল হায়াত ‘মেঘ ময়ূরীর গল্প’ নামের একটি নাটক নির্মাণ করেছিলেন। রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য করেছিলেন আবুল হায়াত নিজেই।

আগামী বিজয় দিবসে আবুল হায়াত আরেকটি নাটক নির্মাণ করবেন। এটিএন বাংলায় প্রচার হবে সেটি।

বেড়েছে পারিবারিক গল্পের জনপ্রিয়তা

ছোটপর্দার আলোচিত ঘটনা

টিভি ও ওটিটির আলোচিত নতুন মুখ

বড়দিনের টিভি আয়োজন

মঞ্চে আসছে শিশুতোষ নাটক ‘আনারসের ঢাকা সফর’

শত পর্বে ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’

আবুল হায়াত ও ডলি জহুরকে নিয়ে ‘লাইফ ইজ বিউটিফুল’

বড়দিনের ছুটিতে বটতলার ‘রাইজ অ্যান্ড শাইন’ নাটকের দুই প্রদর্শনী

‘ইত্যাদি’র নতুন পর্ব এবার চুয়াডাঙ্গায়

‘মহাশূন্যে সাইকেল’ নাটকের চার দিনে সাত প্রদর্শনী