একসময় শুধু টিভি চ্যানেলে প্রচারের জন্য নাটক তৈরি হতো। পরবর্তী সময়ে বিভিন্ন ইউটিউব চ্যানেল নাটক নির্মাণে আগ্রহী হয়। তারকাশিল্পীরা তো বটেই, অনেক নতুন মুখও সুযোগ পান এসব কাজে।
এ সময়ে যেসব তরুণ মুখ নাটক ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তাঁদের অনেকেই ইউটিউবে প্রচারিত নাটক দিয়ে পরিচিতি পেয়েছেন। আদর আহমেদ, সুস্মিতা সিনহা কিংবা আরোহি মিম তাঁদের অন্যতম।
আদর, সুস্মিতা, মিম ছাড়া এতে আরও অভিনয় করেছেন জেরিন খান রত্না, মিরাজ খান, জ্যোতি ও পারভেজ। প্রযোজনা প্রতিষ্ঠান র্যাবিট এন্টারটেইনমেন্টের ব্যানারে তৈরি হয়েছে ‘ত্রিভুজ প্রেমের গল্প’।