হোম > বিনোদন > টেলিভিশন

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি অভিনেতা অর্জুন

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা অর্জুন বিজলানী। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পাকস্থলীর ডানদিকে অসম্ভব যন্ত্রণা অনুভব করায় অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের বিছানা থেকে ইনস্টাগ্রাম স্টোরিতে হাতে স্যালাইন লাগানো ছবি শেয়ার করেছেন অর্জুন।

ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে অর্জুন লিখেছেন, ‘যা হয় ভালোর জন্যই হয়।’ মন্তব্যের ঘরে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর ভক্তরা।

অর্জুন তাঁর শরীরের বর্তমান পরিস্থিতি নিয়ে এক ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘পাকস্থলীতে অসম্ভব যন্ত্রণা হচ্ছিল। তখনই আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। এক্স রে করা হয়েছে। রোববার সকাল নয়টায় অস্ত্রোপাচার হতে পারে।’ 

হিন্দি টেলিভিশনের একাধিক হিট ধারাবাহিক ও রিয়্যালিটি শোয়ের জনপ্রিয় মুখ অর্জুন বিজলানী। সেই তালিকায় রয়েছে ‘লেফট রাইট লেফট’, ‘মিলে যব হাম তুম’, ‘মেরি আশিকি তুম সে হি’, ‘নাগিন’, ‘পরদেশ মে হে মেরা দিল’ সহ আরও অনেক মেগা ধারাবাহিক।

স্পিল্টসভিলা এক্স ৪-এ সানি লিওনের সঙ্গে সহ সঞ্চালকের ভূমিকাতেও ছিলেন অর্জুন বিজলানী। এ ছাড়া হিট রিয়্যালিটি শো ইন্ডিয়াজ গট ট্যালেন্টের সঞ্চালনারও দায়িত্বে ছিলেন অর্জুন।

‘পেয়ার কা পেহলা অধ্যায়: শিব শক্তি’ সিরিয়ালে তাঁর অভিনয় দর্শকপ্রিয়তা পেয়েছে। এতে নিক্কি শর্মার বিপরীতে অভিনয় করছেন তিনি। গত বছর জুলাই থেকে শুরু হয়েছে এই ধারাবাহিকটি। সেখানে শিবের চরিত্রে অর্জুন আর শক্তি শর্মার ভূমিকায় অভিনয় করছেন নিক্কি।

বলিউড সিনেমাতেও অভিনয় করেছেন অর্জুন। রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ সিনেমার ক্যামিও চরিত্রে দেখা গেছে তাঁকে।

প্রাচ্যনাট স্কুলের সমাপনী প্রযোজনা মামুনুর রশীদের ‘গিনিপিগ’

তাহসানের উপস্থাপনায় শুরু হচ্ছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ: সিজন ২’

রাজধানীর তিন ভেন্যুতে ‘দ্য হিউম্যান ভয়েস’-এর চার প্রদর্শনী

মোশাররফ ও নীলা জুটির ঈদের নাটক

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিটিভিতে ‘প্রথম ভোট’

মঞ্চে আসছে নতুন দলের নতুন নাটক ‘দ্য সি অব সাইলেন্স’

হঠাৎ সৎ হওয়ার পরিণতির গল্পে নাটক ‘কাঁটা ২’

স্বপ্নদল ও ঢাকা থিয়েটারের আয়োজনে সেলিম আল দীন স্মরণোৎসব

ব্যঙ্গনাট্য ‘তার্ত্যুফ’ মঞ্চে আনছে থিয়েটারিয়ান

বেড়েছে পারিবারিক গল্পের জনপ্রিয়তা