হোম > বিনোদন > টেলিভিশন

৮১ জন পেলেন ইয়েস কার্ড

তরুণদের জন্য সংগীতবিষয়ক নতুন রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’ আয়োজন করেছে আরটিভি। ‘গলা ছেড়ে গাও’ স্লোগানে এই রিয়েলিটি শোর স্টুডিও অডিশন রাউন্ড শেষ হয়েছে গত ১৭ নভেম্বর।

সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শোতে অংশগ্রহণের জন্য সারাদেশের হাজারো প্রতিযোগি আবেদন করেন। তাঁদের মধ্য থেকে ৫ হাজার প্রতিযোগির গান রেজিষ্ট্রেশনের জন্য গ্রহণ করা হয়। শোয়ের বিচারক ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী যাচাই বাছাই শেষে স্টুডিও অডিশন রাউন্ডের জন্য ১৫০ জনকে বাছাই করেন।

তাঁদেরকে নিয়ে গত ১৫ নভেম্বর শুরু হয় স্টুডিও অডিশন রাউন্ড। এ রাউন্ডে প্রতিযোগিরা সরাসরি বিচারকদের সামনে গান পরিবেশন করেন।

স্টুডিও অডিশন রাউন্ডে ১৫০ জন প্রতিযোগির মধ্যে ইয়েস কার্ড পেয়েছেন ৮১ জন, যারা পরবর্তীতে লড়বেন পিয়ানো রাউন্ডে।

স্টুডিও অডিশন রাউন্ড থেকেই আগামী ২৩ নভেম্বর ‘ইয়াং স্টার’-এর টিভি সম্প্রচার শুরু হবে। প্রতি মঙ্গল ও বুধবার রাত ৮টায় আরটিভিতে দেখা যাবে এই শো।

রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’ উপস্থাপনা করছেন ইমতু রাতিশ ও রুহানি সালসাবিল লাবণ্য।

বেড়েছে পারিবারিক গল্পের জনপ্রিয়তা

ছোটপর্দার আলোচিত ঘটনা

টিভি ও ওটিটির আলোচিত নতুন মুখ

বড়দিনের টিভি আয়োজন

মঞ্চে আসছে শিশুতোষ নাটক ‘আনারসের ঢাকা সফর’

শত পর্বে ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’

আবুল হায়াত ও ডলি জহুরকে নিয়ে ‘লাইফ ইজ বিউটিফুল’

বড়দিনের ছুটিতে বটতলার ‘রাইজ অ্যান্ড শাইন’ নাটকের দুই প্রদর্শনী

‘ইত্যাদি’র নতুন পর্ব এবার চুয়াডাঙ্গায়

‘মহাশূন্যে সাইকেল’ নাটকের চার দিনে সাত প্রদর্শনী