হোম > বিনোদন > টেলিভিশন

অভিনয়ে ফিরবেন শায়না?

বিনোদন প্রতিবেদক

‘এক জীবনে এত প্রেম পাব কোথায়’ শিরোনামের জনপ্রিয় গানের মাধ্যমে আলোচনায় আসেন শায়না আমিন। জনপ্রিয় গানটি কাঁদিয়েছিল অনেক প্রেমিকের মন। গানের ভিডিওতে হাজির হয়ে রাতারাতি সবার নজর কেড়েছিলেন মডেল ও অভিনেত্রী শায়না আমিন। এরপর তুমুল ব্যস্ত হয়ে পড়েন মিডিয়ায়। ২০০৬ সালে ‘ক্রস কানেকশন’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় ক্যারিয়ার শুরু করেন তিনি। দেখা যায় বেশকিছু বিজ্ঞাপন ও নাটকে।

সিনেমায় নাম লেখান। ২০১১ সালে মুক্তি পাওয়া ‘মেহেরজান’ নামের সেই সিনেমা ছিল আলোচিত। ছবিটিতে মেহেরজানের কিশোরীবেলার চরিত্রে কাজ করেন শায়না। পরিণত বয়সের মেহেরজান চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড কিংবদন্তি অভিনেত্রী জয়া বচ্চন।

দুদিন হলো লন্ডন থেকে দেশে ফিরেছেন এই অভিনেত্রী। এক ফেসবুক স্ট্যাটাসে দেশে ফেরার কথা জানান তিনি। শেয়ার করেন এক ভিডিও। আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে, শায়না বেশ চুপিসারে বাসায় ঢুকছেন। এই ঘর-ওই ঘর করে একসময় বাচ্চাদের নিয়ে তাঁর মায়ের ঘরে প্রবেশ করেন। মা হঠাৎ মেয়েকে দেখে খুশি হয়ে যান। নাতিদের কোলে নেন। এরপর বাসার সবাই শায়নাকে দেখে আবেগ আপ্লূত হয়। ভিডিওটির ক্যাপশনে শায়না লেখেন, ‘অবশেষে আমরা আমাদের বাড়ি, বাংলাদেশে এলাম।’ ভিডিও দেখে মনে হচ্ছে, সারপ্রাইজ দিতে কাউকে না জানিয়ে দেশে ফিরেছেন তিনি।

শায়না এবার কত দিন দেশে থাকবেন, অভিনয়ে ফিরবেন কি না—সে বিষয়ে জানা যায়নি। তাঁর আগের ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

তাহসানের উপস্থাপনায় শুরু হচ্ছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ: সিজন ২’

রাজধানীর তিন ভেন্যুতে ‘দ্য হিউম্যান ভয়েস’-এর চার প্রদর্শনী

মোশাররফ ও নীলা জুটির ঈদের নাটক

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিটিভিতে ‘প্রথম ভোট’

মঞ্চে আসছে নতুন দলের নতুন নাটক ‘দ্য সি অব সাইলেন্স’

হঠাৎ সৎ হওয়ার পরিণতির গল্পে নাটক ‘কাঁটা ২’

স্বপ্নদল ও ঢাকা থিয়েটারের আয়োজনে সেলিম আল দীন স্মরণোৎসব

ব্যঙ্গনাট্য ‘তার্ত্যুফ’ মঞ্চে আনছে থিয়েটারিয়ান

বেড়েছে পারিবারিক গল্পের জনপ্রিয়তা

ছোটপর্দার আলোচিত ঘটনা