‘এক জীবনে এত প্রেম পাব কোথায়’ শিরোনামের জনপ্রিয় গানের মাধ্যমে আলোচনায় আসেন শায়না আমিন। জনপ্রিয় গানটি কাঁদিয়েছিল অনেক প্রেমিকের মন। গানের ভিডিওতে হাজির হয়ে রাতারাতি সবার নজর কেড়েছিলেন মডেল ও অভিনেত্রী শায়না আমিন। এরপর তুমুল ব্যস্ত হয়ে পড়েন মিডিয়ায়। ২০০৬ সালে ‘ক্রস কানেকশন’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় ক্যারিয়ার শুরু করেন তিনি। দেখা যায় বেশকিছু বিজ্ঞাপন ও নাটকে।
সিনেমায় নাম লেখান। ২০১১ সালে মুক্তি পাওয়া ‘মেহেরজান’ নামের সেই সিনেমা ছিল আলোচিত। ছবিটিতে মেহেরজানের কিশোরীবেলার চরিত্রে কাজ করেন শায়না। পরিণত বয়সের মেহেরজান চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড কিংবদন্তি অভিনেত্রী জয়া বচ্চন।
শায়না এবার কত দিন দেশে থাকবেন, অভিনয়ে ফিরবেন কি না—সে বিষয়ে জানা যায়নি। তাঁর আগের ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে।