সম্প্রতি গাড়ি কিনেছেন ‘কাঁচা বাদাম’খ্যাত ভুবন বাদ্যকর। বীরভূমের দুবরাজপুরের কুড়ালজুরি গ্রামে সোমবার সন্ধ্যায় সেই গাড়ি নিয়ে ড্রাইভিং শিখছিলেন তিনি। তখনই দুর্ঘটনার কবলে পড়েন। পরে ভুবনকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভুবন বুকে আঘাত পেয়েছেন। হাসপাতালে তাঁর সিটি স্ক্যান করা হয়েছে। বুকের এক্সরেও করা হয়েছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, ভুবন বুকে আঘাত পেয়েছেন। তবে সেই আঘাত ততটা গুরুতর নয়। পরে তাঁর পরিবার উন্নত চিকিৎসার জন্য তাঁকে বর্ধমানে নিয়ে যান। সেখানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে মঙ্গলবার বাড়ি ফিরেছেন ভুবন। চিকিৎসক জানিয়েছেন ভুবন এখন বিপদমুক্ত।
কাঁচা বাদাম গানের জন্য ভুবন বাদ্যকরের খ্যাতি এখন বিশ্বজোড়া। কদিন আগেই ভুবন ঘোষণা দিয়েছেন, তিনি এখন তারকা হয়ে গেছেন, তাই আর বাদাম বিক্রি করবেন না।