আজ টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনের জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীবের জন্মদিন। জন্মদিনের প্রথম প্রহর থেকেই শুভেচ্ছায় ভেসেছেন তিনি। জন্মদিনের প্রথম প্রহরে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আদনান আল রাজিবের একটি ছবি ট্যাগ করে পোস্ট করেন মেহজাবীন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুনেছি আকাশের সীমা রয়েছে। সেই আকাশ হোক তোমার দৃষ্টিকোণ। শুভ জন্মদিন।’
প্রসঙ্গত, আদনান আল রাজিব ও মেহজাবীনের সম্পর্কের গুঞ্জন রয়েছে অনেক আগে থেকেই। সোশ্যাল মিডিয়ায় একসময় দুজনের ছবি প্রকাশের পর সেই গুঞ্জনের শুরু। ২০১৮ সালে অভিনেত্রী আদনানের সঙ্গে একটি ছবি শেয়ার করে লেখেন, ‘ধাপে ধাপে, সিঁড়ির পর সিঁড়ি, নিজের ওপর বিশ্বাস রাখো এবং তুমি সেখানে থাকবে।’ এ ছাড়া বেশ কয়েকবার তাঁদের বিয়ের গুঞ্জন শোনা গেছে। অবশ্য ব্যক্তিগত বিষয় হওয়ায় এ নিয়ে কেউই কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, পরিচালনার পাশাপাশি আদনান আল রাজিব একজন প্রযোজক এবং চিত্রনাট্যকার। তাঁর পরিচালিত কয়েকটি নাটক দর্শকমহলে বেশ প্রশংসাও কুড়িয়েছে। আজ ১১ মে এই নির্মাতার জন্মদিন। ১৯৮৭ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেছেন তিনি।