হোম > বিনোদন > টেলিভিশন

কী শিক্ষা দেবে ‘শারীরিক শিক্ষা’

মাছরাঙা টেলিভিশনে আগামীকাল (১৩ মার্চ) থেকে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘শারীরিক শিক্ষা’। খায়রুল পাপনের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, মারজুক রাসেল, নিশাত প্রিয়ম, নাদিয়া মীম, মুকিত জাকারিয়া প্রমুখ।

প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে নাটকটি। এই ধারাবাহিকের গল্প ব্যায়ামাগারে শারীরিক অনুশীলন করতে আসা কিছু মানুষের, যাদের জীবনের অন্যতম অপরিহার্য বিষয় ‘শারিরীক শিক্ষা’। শরীর গঠন করা নিয়েই তাদের ধ্যান, জ্ঞান, মনন সবকিছু। যেমন- সাকিব জিমের সব চেয়ে পুরনো সদস্য। সুদর্শন এবং ভদ্র কিন্তু বেকার। সারাদিন জিম করে আর বাবার টাকা উড়ায়। জিমের সব মেয়েরা তার ওপর ফিদা। এ নিয়ে খুব বিরক্ত জিমের ট্রেইনার শামস। তাকে সবাই ভাইয়া বলে। মেয়েরা ভাইয়া ডাকলেই যেন শামসের কলিজাটা পুড়ে যায়।

শশী জিমে আসে শুধু সেলফি তোলার জন্য, আর টিকটক বানানোর জন্য। জিমে নতুন জয়েন করে রাইজিং স্টার সায়েম। সামনেই তার নতুন ফিল্মের সাইনিং, জিমে সে খুব নায়ক হয়ে থাকার চেষ্টা করে তবে কেউ তাকে খুব একটা পাত্তা দেয় না। এই জিমের সব চেয়ে ইন্টারেষ্টিং ক্যারেকটার এই জিমের পিয়ন সালাউদ্দিন, যার কাজ হলো জিমের সবার কথা সবার কাছে গিয়ে লাগানো। আর আছে এক দল সিনিয়র সিটিজেন, এরা বেশীর ভাগই বার্ধক্যজনিত রোগে কাবু। জিম তাদের ঔষধ, তার চেয়ে বড় ঔষধ মারিয়া আপু।

নাটকটি সম্পর্কে নির্মাতা খায়রুল পাপন বলেন, ‘মূলত ট্রেন্ডি একটি নাটক এটি। বর্তমান সময়ের দর্শকের চাহিদার কথা বিবেচনা করে কাজটি করেছি। আশা করি দর্শকরা খুব উপভোগ করবেন নাটকটি। নানা মজার ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া শারীরিক শিক্ষা পরিনত হয় সামাজিক বিজ্ঞানে। মানুষ সামাজিক জীব, মানুষ কখনো একা বাঁচতে পারে না। মানুষে মানুষে মিলে হয় পরিবার। এরপর সমাজ। এই সমাজের জন্য স্বাস্থ্য সকল সুখের মুল, তার চেয়ে মুল্যবান হয়ে ওঠে মনুষত্ববোধ।’

প্রাচ্যনাট স্কুলের সমাপনী প্রযোজনা মামুনুর রশীদের ‘গিনিপিগ’

তাহসানের উপস্থাপনায় শুরু হচ্ছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ: সিজন ২’

রাজধানীর তিন ভেন্যুতে ‘দ্য হিউম্যান ভয়েস’-এর চার প্রদর্শনী

মোশাররফ ও নীলা জুটির ঈদের নাটক

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিটিভিতে ‘প্রথম ভোট’

মঞ্চে আসছে নতুন দলের নতুন নাটক ‘দ্য সি অব সাইলেন্স’

হঠাৎ সৎ হওয়ার পরিণতির গল্পে নাটক ‘কাঁটা ২’

স্বপ্নদল ও ঢাকা থিয়েটারের আয়োজনে সেলিম আল দীন স্মরণোৎসব

ব্যঙ্গনাট্য ‘তার্ত্যুফ’ মঞ্চে আনছে থিয়েটারিয়ান

বেড়েছে পারিবারিক গল্পের জনপ্রিয়তা