হোম > বিনোদন > টেলিভিশন

জোভানের স্ত্রী কে এই নারী, যা জানা গেল

গতকাল শুক্রবার রাতে সবাইকে চমকে দিয়ে বিয়ের খবর দিলেও স্ত্রীর পরিচয় দেননি ছোট পর্দার  অভিনেতা ফারহান আহমেদ জোভান। গতকাল রাতে একটি সাদাকালো কাপল ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল’।

এর পরই যোগাযোগের চেষ্টা করা হয় জোভানের সঙ্গে। তিনি ফোন রিসিভ করেননি। তবে দেশের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, পাত্রী জোভানের প্রেমিকা। তিনি শোবিজের কেউ নন। বাসা পুরান ঢাকায়। পড়ছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। গতকাল ১২ জানুয়ারি পারিবারিক আবহে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন জোভান।

দেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জোভানের স্ত্রীর নামও জানিয়েছেন। সেই সব প্রতিবেদন থেকে জানা যায়, তার নাম সাজিন আহমেদ নির্জনা, যিনি জোভানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। আর প্রেম থেকেই বিয়ে।

স্ত্রীর সঙ্গে আরেকটি ছবি দিয়ে ফেসবুকের প্রোফাইলের ছবি পরিবর্তন করেছেন জোভান। ছবিতে স্ত্রীর কপালে কপাল রেখে হাসতে দেখা গেছে তাঁকে। সঙ্গে ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘আমার শেষ নিশ্বাস পর্যন্ত তোমাকে এভাবেই ভালোবাসব বলে প্রতিশ্রুতি দিচ্ছি।’

মোশাররফ করিম এবার স্ট্যান্ডআপ কমেডিয়ান

১ ডিসেম্বর চ্যানেল আইয়ে ব্যান্ড ফেস্ট

লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০২৫-এর সেরা ৫

এবার অর্থ প্রতারণার অভিযোগ তিশার বিরুদ্ধে

আমাকে সেখানেই পাওয়া যাবে, যেখানে চরিত্রের গুরুত্ব থাকবে: সুনেরাহ বিনতে কামাল

পলাশের ডাকবাক্স ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে বসবে ব্রেস্ট ফ্রিডিং কর্নার

মরুর বুকে বাংলার ঘ্রাণ ‘রিয়াদ বাংলাদেশ থিয়েটার’

ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া

হ‌ুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন

বিয়ে করলেন প্রিয়াঙ্কা জামান