হোম > বিনোদন > টেলিভিশন

জোভানের স্ত্রী কে এই নারী, যা জানা গেল

গতকাল শুক্রবার রাতে সবাইকে চমকে দিয়ে বিয়ের খবর দিলেও স্ত্রীর পরিচয় দেননি ছোট পর্দার  অভিনেতা ফারহান আহমেদ জোভান। গতকাল রাতে একটি সাদাকালো কাপল ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল’।

এর পরই যোগাযোগের চেষ্টা করা হয় জোভানের সঙ্গে। তিনি ফোন রিসিভ করেননি। তবে দেশের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, পাত্রী জোভানের প্রেমিকা। তিনি শোবিজের কেউ নন। বাসা পুরান ঢাকায়। পড়ছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। গতকাল ১২ জানুয়ারি পারিবারিক আবহে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন জোভান।

দেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জোভানের স্ত্রীর নামও জানিয়েছেন। সেই সব প্রতিবেদন থেকে জানা যায়, তার নাম সাজিন আহমেদ নির্জনা, যিনি জোভানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। আর প্রেম থেকেই বিয়ে।

স্ত্রীর সঙ্গে আরেকটি ছবি দিয়ে ফেসবুকের প্রোফাইলের ছবি পরিবর্তন করেছেন জোভান। ছবিতে স্ত্রীর কপালে কপাল রেখে হাসতে দেখা গেছে তাঁকে। সঙ্গে ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘আমার শেষ নিশ্বাস পর্যন্ত তোমাকে এভাবেই ভালোবাসব বলে প্রতিশ্রুতি দিচ্ছি।’

বেড়েছে পারিবারিক গল্পের জনপ্রিয়তা

ছোটপর্দার আলোচিত ঘটনা

টিভি ও ওটিটির আলোচিত নতুন মুখ

বড়দিনের টিভি আয়োজন

মঞ্চে আসছে শিশুতোষ নাটক ‘আনারসের ঢাকা সফর’

শত পর্বে ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’

আবুল হায়াত ও ডলি জহুরকে নিয়ে ‘লাইফ ইজ বিউটিফুল’

বড়দিনের ছুটিতে বটতলার ‘রাইজ অ্যান্ড শাইন’ নাটকের দুই প্রদর্শনী

‘ইত্যাদি’র নতুন পর্ব এবার চুয়াডাঙ্গায়

‘মহাশূন্যে সাইকেল’ নাটকের চার দিনে সাত প্রদর্শনী