হোম > বিনোদন > টেলিভিশন

প্রধানমন্ত্রীর জন্মদিনে ‘দেশরত্ন শেখ হাসিনা’

২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। এ উপলক্ষে নির্মিত হলো বিশেষ অনুষ্ঠান ‘দেশরত্ন শেখ হাসিনা’। শুটিং শেষে এখন চলছে অনুষ্ঠানটির সম্পাদনার কাজ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনের পরিকল্পনায় নির্মিত বিশেষ এ অনুষ্ঠানটির দৈর্ঘ্য ৪০ মিনিট। ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠানটি প্রচারিত হবে বিটিভিতে।

অনুষ্ঠানে দেশের ৬৪টি জেলার ৬৪ জন শিশু প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাবে এবং তাদের স্বপ্নের কথা বলবে। এছাড়া, ১৯ জন শিশু জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ‘৭৫ শুভ জন্মদিন’ লেখা কেক কাটবে। ১০ জন ঢুলি একসঙ্গে বাজাবেন ঢোল। এ ছাড়া থাকছে শিশুদের কণ্ঠে গান ও নৃত্য পরিবেশনা।

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আবৃত্তি করবেন অভিনেতা আসাদুজ্জামান নূর ও অভিনেত্রী নিমা রহমান। নিমা রহমানের আবৃত্তির সঙ্গে নৃত্য পরিবেশন করবেন তামান্না রহমান ও তাঁর দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ‘স্মৃতির দক্ষিণ দুয়ার’ থেকে অংশবিশেষ পাঠ করবেন অভিনেত্রী মনিরা ইউসুফ মেমী।

‘দেশরত্ন শেখ হাসিনা’ অনুষ্ঠানটির গ্রন্থনা করেছেন অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েত। উপস্থাপনা করেছেন ডা. নুজহাত চৌধুরী। প্রযোজনা মাহফুজা আক্তার।

অনুষ্ঠানের প্রযোজক মাহফুজা আক্তার বলেন, ‘বর্ণিল আয়োজনে সাজানোর চেষ্টা করেছি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে নির্মিত এই অনুষ্ঠান। শিশু থেকে সিনিয়র শিল্পীদের অংশগ্রহণ অনুষ্ঠানের ভিন্ন মাত্রা যোগ করবে বলে আমাদের বিশ্বাস।’

বিজয় দিবসের নাটকে মৌ

ফেসবুক পোস্টের গল্প থেকে নাটক, কেন্দ্রীয় চরিত্রে অহনা

রাবেয়া খাতুনের সখিনাকে খুঁজছেন আবুল হায়াত

মোশাররফ করিম এবার স্ট্যান্ডআপ কমেডিয়ান

১ ডিসেম্বর চ্যানেল আইয়ে ব্যান্ড ফেস্ট

লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০২৫-এর সেরা ৫

এবার অর্থ প্রতারণার অভিযোগ তিশার বিরুদ্ধে

আমাকে সেখানেই পাওয়া যাবে, যেখানে চরিত্রের গুরুত্ব থাকবে: সুনেরাহ বিনতে কামাল

পলাশের ডাকবাক্স ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে বসবে ব্রেস্ট ফ্রিডিং কর্নার

মরুর বুকে বাংলার ঘ্রাণ ‘রিয়াদ বাংলাদেশ থিয়েটার’