হোম > বিনোদন > টেলিভিশন

টানা তিন দিন বৃষ্টিতে শুটিং

বিনোদন প্রতিবেদক

ঢাকা: পুরো গল্পজুড়েই রয়েছে বৃষ্টি। কখনো ঝুমবৃষ্টি, কখনো ঝিরিঝিরি। গল্পের প্রয়োজনেই তাই টানা তিন দিন শুটিং করতে হলো বৃষ্টিতে। বৃষ্টি তো আর বলেকয়ে আসে না, তাই কৃত্রিমভাবেই তৈরি করা হয়েছিল বৃষ্টির। অবশ্য বেশ কয়েকটি দৃশ্যে সত্যি সত্যিই নেমেছিল অঝোর ধারা। আসন্ন ঈদ উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি বানিয়েছে ‘হ্যালো শুনছেন?’ নামের নাটকটি। মূল চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও তানজিন তিষা। নাটকের পুরো গল্পটা এখনই প্রকাশ করতে না চাইলেও প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, এটা একটা অদ্ভুত প্রেমের গল্প।

রাসয়াত রহমান জিকোর গল্পে নাটকটির চিত্রনাট্য ও নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। তিনি বলেন, ‘এটা এক অদ্ভুত প্রেমের গল্প। বিশেষ করে ছেলেটার চরিত্র অদ্ভুত। এক বৃষ্টির দিনে টি-স্টলে আটকা পড়ে গল্পের পাত্র-পাত্রী। আমরা গল্পটিকে সত্যি করে তুলতে টানা তিন দিন শুটিং করেছি বৃষ্টির মধ্যে। বৃষ্টি অবশ্য কৃত্রিমভাবে তৈরি।’

নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সেতু, আজম খান, মম আলী প্রমুখ।

স্বপ্নদল ও ঢাকা থিয়েটারের আয়োজনে সেলিম আল দীন স্মরণোৎসব

ব্যঙ্গনাট্য ‘তার্ত্যুফ’ মঞ্চে আনছে থিয়েটারিয়ান

বেড়েছে পারিবারিক গল্পের জনপ্রিয়তা

ছোটপর্দার আলোচিত ঘটনা

টিভি ও ওটিটির আলোচিত নতুন মুখ

বড়দিনের টিভি আয়োজন

মঞ্চে আসছে শিশুতোষ নাটক ‘আনারসের ঢাকা সফর’

শত পর্বে ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’

আবুল হায়াত ও ডলি জহুরকে নিয়ে ‘লাইফ ইজ বিউটিফুল’

বড়দিনের ছুটিতে বটতলার ‘রাইজ অ্যান্ড শাইন’ নাটকের দুই প্রদর্শনী