হোম > বিনোদন > টেলিভিশন

নাটক বানাচ্ছেন অমিত হাসান, লিখেছেন ও সুর করেছেন গান

পরিচালনায় নাম লেখাচ্ছেন চলচ্চিত্র অভিনেতা অমিত হাসান। ‘পরান পাখি রে’ নামের একটি নাটক পরিচালনা করবেন তিনি। নাটকের মূল চরিত্রে অভিনয়ও করবেন তিনি।

শুধু তা-ই নয়, এই নাটকে প্রথমবারের মতো একটি গান লিখেছেন, এমনকি সুরও করেছেন তিনি। ইতিমধ্যেই গানটির রেকর্ডিং হয়েছে। গান গেয়েছেন আলী মুস্তাফা। গানটি নাটকের অংশ হিসেবেই চিত্রায়ণ হবে বলে জানিয়েছেন অমিত হাসান।

তবে এখনো নাটকের অন্য অভিনয়শিল্পীদের তালিকা চূড়ান্ত করতে পারেননি নির্মাতা। সপ্তাহ খানেকের মধ্যেই অভিনেতা-অভিনেত্রীদের তালিকা চূড়ান্ত করবেন বলে জানিয়েছেন তিনি। আর শুটিং শুরু করবেন আগামী মাসে।

অভিনেতা অমিত হাসান ভবিষ্যতে ছবি পরিচালনা করতে চান। সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন তিনি। সেই প্রস্তুতি হিসেবেই পরীক্ষামূলকভাবে নাটক পরিচালনা করছেন।

এ প্রসঙ্গে অমিত হাসান বলেন, ‘আমি মূলত চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্রই আমার মূল টার্গেট। এরই মাঝে আমি চলচ্চিত্র প্রযোজনা করেছি। ইচ্ছা আছে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনার। সেই লক্ষ্যেই নিজেকে তৈরি করছি। তাই পরীক্ষামূলকভাবে এই নাটক বানানো। দর্শক পছন্দ করলে নাটকেও নিয়মিত হতে পারি।’

নব্বইয়ের দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক অমিত হাসান। খল চরিত্রেও তাঁর অভিনয় প্রশংসিত। মুক্তির অপেক্ষায় আছে অমিত হাসান অভিনীত ‘বিক্ষোভ’ ও ‘বিদ্রোহী’ নামের দুটি ছবি।

১৯৮৬ সালে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্রে আসেন অমিত হাসান। তাঁর মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি ছটকু আহমেদের ‘চেতনা’ মুক্তি পায় ১৯৯০ সালে। এ পর্যন্ত শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।

তাহসানের উপস্থাপনায় শুরু হচ্ছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ: সিজন ২’

রাজধানীর তিন ভেন্যুতে ‘দ্য হিউম্যান ভয়েস’-এর চার প্রদর্শনী

মোশাররফ ও নীলা জুটির ঈদের নাটক

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিটিভিতে ‘প্রথম ভোট’

মঞ্চে আসছে নতুন দলের নতুন নাটক ‘দ্য সি অব সাইলেন্স’

হঠাৎ সৎ হওয়ার পরিণতির গল্পে নাটক ‘কাঁটা ২’

স্বপ্নদল ও ঢাকা থিয়েটারের আয়োজনে সেলিম আল দীন স্মরণোৎসব

ব্যঙ্গনাট্য ‘তার্ত্যুফ’ মঞ্চে আনছে থিয়েটারিয়ান

বেড়েছে পারিবারিক গল্পের জনপ্রিয়তা

ছোটপর্দার আলোচিত ঘটনা