হোম > বিনোদন > টেলিভিশন

বঙ্গবন্ধুকে নিয়ে মিউজিক্যাল ডকুফিল্মে তারিন

জাতীয় শোক দিবস উপলক্ষে সম্প্রতি বঙ্গবন্ধুকে নিয়ে ‘রক্তমাখা সিঁড়ি’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন নিশিতা বড়ুয়া। গানটি লিখেছেন সুজন হাজং এবং সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। গানটি নিয়ে একটি মিউজিক্যাল ডকুফিল্ম তৈরি হচ্ছে। এতে অভিনয় করছেন অভিনেত্রী তারিন জাহান।

গতকাল ১০ আগস্ট সেই শুটিংয়ে অংশ নিলেন তারিন। ইতিমধ্যে ধানমন্ডি বত্রিশ, স্বাধীনতা জাদুঘর, জগন্নাথ হল, শিখা চিরন্তনসহ রাজধানীর বেশকিছু জায়গায় শুটিং সম্পন্ন করেছেন বলে জানান অভিনেত্রী তারিন জাহান।

তারিন বলেন, ‘বঙ্গবন্ধু বাঙালির চেতনার বাতিঘর। বঙ্গবন্ধুকে হারানোর শোককে শক্তিতে রূপান্তরিত করার প্রয়াসেই এই ভিডিও। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর মৃত্যুঞ্জয়ী সত্তাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এতে।’

গীতিকার সুজন হাজংয়ের প্রযোজনায় এই মিউজিক্যাল ডকুফিল্মের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সোহেল রানা বয়াতী। চিত্রগ্রহণ করেছেন কমল চন্দ্র দাস।

সুজন হাজং বলেন, ‘তারিন একজন গুণী অভিনেত্রী। বঙ্গবন্ধুকে নিয়ে আমার লেখা ‘রক্তমাখা সিঁড়ি’ শিরোনামের গানটিতে অভিনেত্রী হিসেবে তারিন ছিলেন আমাদের প্রথম পছন্দ। গানের হৃদয়স্পর্শী সুর, অসাধারণ গায়কী, সর্বোপরি গানের কথামালা–সব মিলিয়ে বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের কাছে উপস্থাপনা করতে তারিনকেই উপযুক্ত মনে হয়েছে। আশা করছি, এই গুণী অভিনেত্রীর অংশগ্রহণে গানটি নতুন মাত্রা পাবে। জাতির জনক বঙ্গবন্ধুকে  নতুন প্রজন্মের সামনে সুনিপুণভাবে উপস্থাপন করতে পারব।’

মিউজিক্যাল ডকুফিল্মটি জাতীয় শোক দিবসে গীতিকার সুজন হাজংয়ের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।

তাহসানের উপস্থাপনায় শুরু হচ্ছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ: সিজন ২’

রাজধানীর তিন ভেন্যুতে ‘দ্য হিউম্যান ভয়েস’-এর চার প্রদর্শনী

মোশাররফ ও নীলা জুটির ঈদের নাটক

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিটিভিতে ‘প্রথম ভোট’

মঞ্চে আসছে নতুন দলের নতুন নাটক ‘দ্য সি অব সাইলেন্স’

হঠাৎ সৎ হওয়ার পরিণতির গল্পে নাটক ‘কাঁটা ২’

স্বপ্নদল ও ঢাকা থিয়েটারের আয়োজনে সেলিম আল দীন স্মরণোৎসব

ব্যঙ্গনাট্য ‘তার্ত্যুফ’ মঞ্চে আনছে থিয়েটারিয়ান

বেড়েছে পারিবারিক গল্পের জনপ্রিয়তা

ছোটপর্দার আলোচিত ঘটনা