‘ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট’ অপূর্বর নতুন ঠিকানা। এ নামেই একটি প্রযোজনা প্রতিষ্ঠান শুরুর ঘোষণা দিয়েছেন টিভি নাটকের জনপ্রিয় এই অভিনেতা। শুক্রবার দুপুরে ‘ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট’ লেখা একটি কেকের ছবি ফেসবুকে পোস্ট করে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক ঘোষণা দেন অপূর্ব।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট’ একটি নতুন শুরু। আপনারা আমার জন্য প্রার্থনা করবেন। সবাইকে ভালোবাসা।’ নতুন এই প্রযোজনা প্রতিষ্ঠানের ট্যাগ লাইন ‘টিমওয়ার্ক মেকস দ্য ড্রিম ওয়ার্ক’।
অভিনয়ের বাইরেও অন্যান্য দিক যেমন পরিচালনা, প্রযোজনার প্রতি আগে থেকেই আগ্রহী অপূর্ব। এর আগে ২০১২ সালে ‘ব্যাকডেটেড’ নামে একটি টেলিফিল্ম পরিচালনা করেছিলেন তিনি। এবার আগ্রহী হলেন প্রযোজনায়।