হোম > বিনোদন > টেলিভিশন

যুদ্ধে নিপীড়িত নারীর চরিত্র আজিযে

দীপ্ত টিভির তুর্কি ধারাবাহিক ‘জননী জন্মভূমি‘ নাটকের প্রধান নারী চরিত্র আজিযে। চরিত্রটিতে কন্ঠাভিনয় করেছেন রুবাইয়া মতিন গীতি। দেশপ্রেমিকের এক জলন্ত উদাহরণ জননী জন্মভূমি সিরিজের আজিযে চরিত্রটি। যেকোনও যুদ্ধে নারীরা যে ধরনের নিপীড়ন নিগ্রহের শিকার হন তার সবগুলোই আজিযেকে প্রত্যক্ষ করতে হয়েছে। এই চরিত্রের গভীরতা এত বেশি যে, আজিযের কন্ঠাভিনয় করতে গিয়ে কখনো কখনো সেই গভীরতা যেন নিজেকেই ছুয়ে গেছে। গীতি বলেন,‘আজিযের কন্ঠে সদ্যোজাত সন্তান হারানো মায়ের আর্তনাদ এর অভিনয় করার বেশ কিছুদিন পরও একটা মন খারাপের আবেশ রয়ে ছিল। এই সংগ্রামী, দৃঢ়চেতা নারী আমাকে সব সময় মনে করিয়ে দিয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার আমাদের নারী মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা মা বোনদের ত্যাগ-তিতিক্ষা। তাদের প্রতি শ্রদ্ধা বহুগুন বেড়ে গেছে। আজিযে জেভদেতের একে অপরের প্রতি অক্রত্রিম প্রেমের অভিনয় করতে গিয়ে কখনও নীরবে চোখের পানি ফেলেছি আবার কখনও কান্না নিয়ন্ত্রণ করতে না পেরে রেকড্রিং বন্ধ রেখে মনের আয়েশ মিটিয়ে কেদে গলা বসিয়ে ফেলেছি।’

তিনি যোগ করেন,‘যখন অন্যান্য অগ্রজ, অনুজ ও গুণী শিল্পীরা বিশেষ করে যাদের কাছে কাজ শিখেছি, তারা যখন ব্যাক্তিগতভাবে ফোনে, ম্যাসেজে বা সরাসরি আমার অভিনয়ের প্রশংসা করেছে সেটাতে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি। এক কথায় বলতে গেলে, আজিযে চরিত্রে কন্ঠদান করতে পেরে যে আত্ততৃপ্তি পেয়েছি তা আর কোন চরিত্রে কন্ঠ দিতে গিয়ে পাইনি।’

জননী জন্মভূমি প্রচারিত হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০মিনিটে।

বড়দিনের টিভি আয়োজন

মঞ্চে আসছে শিশুতোষ নাটক ‘আনারসের ঢাকা সফর’

শত পর্বে ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’

আবুল হায়াত ও ডলি জহুরকে নিয়ে ‘লাইফ ইজ বিউটিফুল’

বড়দিনের ছুটিতে বটতলার ‘রাইজ অ্যান্ড শাইন’ নাটকের দুই প্রদর্শনী

‘ইত্যাদি’র নতুন পর্ব এবার চুয়াডাঙ্গায়

‘মহাশূন্যে সাইকেল’ নাটকের চার দিনে সাত প্রদর্শনী

দর্শক চায় বাস্তবজীবনেও আমাদের জুটি হোক

নির্ধারিত সময়ের দুই দিন পর শুরু হচ্ছে নবীন প্রবীণ নাট্যমেলা

মঞ্চে আসছে ফারুক আহমেদ নির্দেশিত প্রথম নাটক ‘রঙমহাল’