হোম > বিনোদন > টেলিভিশন

‘প্রথম দেখেছিলাম মোনালিসাকে’

বিনোদন প্রতিবেদক

ঢাকা: সালটা ২০০০-০১। অপূর্ব তখনও আজকের অপূর্ব হয়ে ওঠেননি। অভিনয়ই শুরু করেননি তখনও। তবে অভিনয়-মডেলিংয়ের ইচ্ছাটা ছিল। সিনেমা দেখতেন নিয়মিত। টিভি নাটক। সিরিজ। দেশের অনেক অভিনয়শিল্পীর কাজ ভালো লাগতো অপূর্বর। মোনালিসাও ছিলেন তাঁর পছন্দের তালিকায়।

একদিন সন্ধ্যার পর, বন্ধুদের সঙ্গে চুটিয়ে আড্ডা দিচ্ছিলেন অপূর্ব। ধানমন্ডির এক রেস্তোরাঁয়। ওই হইচইয়ের মধ্যে হঠাৎ ঢুকে পড়েন মোনালিসা। তখন টিভি নাটকে বেশ জনপ্রিয় তিনি। ওই রেস্তোরাঁয় বন্ধুদের নিয়ে খেতে এসেছিলেন মোনালিসা। বসেছিলেন নিকট দূরত্বে। অন্য টেবিলে। ওই প্রথম পর্দার কাউকে সামনাসামনি দেখেন অপূর্ব।

কথা বলেছিলেন তার সঙ্গে, কিংবা অটোগ্রাফ? অপূর্ব বলেন, ‘না। দেখেছিলাম শুধু। মোনালিসা আড্ডা মারছিল বন্ধুদের নিয়ে। আমার তখন ওই সেন্সটা ছিল যে, বিরক্ত করা ঠিক হবে না।’
তবে বেশ মুগ্ধ হয়েছিলেন। এক্সাইটিং ছিল ব্যাপারটা।

এরপর আরো কত তারকাকেই সামনাসামনি দেখেছেন অপূর্ব! একসঙ্গে কাজ করেছেন। আড্ডা দিয়েছেন। এরপর অপূর্ব নিজেই বনে গেছেন তারকা! এখন তাকেও সামনাসামনি দেখার অভিজ্ঞতা অনেকের কাছেই সৌভাগ্যের!

বিজয় দিবসের নাটকে মৌ

ফেসবুক পোস্টের গল্প থেকে নাটক, কেন্দ্রীয় চরিত্রে অহনা

রাবেয়া খাতুনের সখিনাকে খুঁজছেন আবুল হায়াত

মোশাররফ করিম এবার স্ট্যান্ডআপ কমেডিয়ান

১ ডিসেম্বর চ্যানেল আইয়ে ব্যান্ড ফেস্ট

লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০২৫-এর সেরা ৫

এবার অর্থ প্রতারণার অভিযোগ তিশার বিরুদ্ধে

আমাকে সেখানেই পাওয়া যাবে, যেখানে চরিত্রের গুরুত্ব থাকবে: সুনেরাহ বিনতে কামাল

পলাশের ডাকবাক্স ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে বসবে ব্রেস্ট ফ্রিডিং কর্নার

মরুর বুকে বাংলার ঘ্রাণ ‘রিয়াদ বাংলাদেশ থিয়েটার’