অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন আহসান হাবীব নাসিম। তিনি গেল দুই মেয়াদে সাধারণ সম্পাদক ছিলেন। এবার সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন রওনক হাসান। নাসিম পেয়েছেন ৪৯৬ ভোট, আর রওনক পেয়েছেন ৪২১ ভোট। টিভি নাটকের এই সংগঠনের সবচেয়ে বেশি ভোট পেয়েছেন দপ্তর সম্পাদক পদে শেখ মেরাজুল ইসলাম। তিনি পেয়েছেন ৫২০ ভোট।
২৮ জানুয়ারি জাতীয় শিল্পকলা একাডেমিতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে অভিনয়শিল্পী সংঘের ভোটগ্রহণ। জানা গেছে, অভিনয় শিল্পী সংঘে এবার মোট ভোটার ছিলেন ৭৪৮ জন। ভোট পড়েছে ৬৪২টি। বাতিল হয়েছে ৫৮টি।
ঘোষিত ফলাফলে সহসভাপতির তিনটি পদে জয়ী হয়েছেন আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু ও সেলিম মাহবুব। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন নাজনীন হাসান চুমকী ও জামিল হোসেন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হয়েছেন সাজু খাদেম, অর্থ সম্পাদক পদে মুহাম্মদ নূর এ আলম (নয়ন), দপ্তর সম্পাদক পদে শেখ মেরাজুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক পদে রাশেদ মামুন অপু, আইন ও কল্যাণ সম্পাদক পদে ঊর্মিলা শ্রাবন্তী কর, প্রচার ও প্রকাশনা পদে প্রাণ রায়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সুজাত শিমুল এবং কার্যনির্বাহী সদস্যের সাতটি পদে জয়ী হয়েছেন আইনুন নাহার পুতুল, তানভীর মাসুদ, মাজনুন মিজান, আশরাফুল আশীষ, সূচনা সিকদার, শামস সুমন ও হিমে হাফিজ।
সহসভাপতি পদে আনিসুর রহমান মিলন (৩৯৮ ভোট), সেলিম মাহবুব (৩৯৭ ভোট), ইকবাল বাবু (৩৭৪ ভোট)।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাজনীন হাসান চুমকি (৫০০ ভোট), জামিল হোসেন (৩৩৮ ভোট)।