হোম > বিনোদন > টেলিভিশন

শুরু হচ্ছে ধারাবাহিক ‘অনলাইন অফলাইন’

১৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘অনলাইন অফলাইন’। সাগর জাহানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, আখম হাসান, কচি খন্দকার, মুকিত জাকারিয়া, পাভেল ইসলাম, ইশতিয়াক আহমেদ রুমেল, তানজিকা আমিন, সালহা খানম নাদিয়া, নাবিলা ইসলাম, মনিরা মিঠু, শিল্পী সরকার অপু প্রমুখ।

গল্পের কেন্দ্রে রয়েছে একটি অফিস। এই অফিসটা যে কিসের সেটা এই অফিসের লোকজনও ভালো করে জানে না। বেশিরভাগ সময় এই অফিসে মিটিং হয় সামনে কিসের ব্যবসা শুরু করা যায় বা এই অফিসকে কিসের অফিস বানানো যায় তা নিয়ে। অফিসের মালিক তিন বন্ধু। স্টাফও তারা তিনজন। শাহেদ, রন্টু এবং ইমন। শাহেদ অফিসের বস। যদিও অন্য দুজন তাকে বস বলে পাত্তা দেয় না।  অফিস বিল্ডিংয়ের মালিক যুক্তরাষ্ট্র প্রবাসী। তার মামাতো ভাই সোলেমান ভবনের দেখভাল করে। বেয়াল্লিশ বছর বয়সে পঁচিশ বছরের রুমাকে বিয়ে করার পর থেকে বিপাকে আছে সোলেমান। সারাদিন টেনশনে থাকে এই বুঝি কেউ তার সুন্দরী বউয়ের সাথে প্রেম শুরু করল। অন্যদিকে রন্টু খুবই চালাক চতুর। এর তার পিছনে লেগে থাকে সবসময় কিন্তু কেউ তাকে ধরতে পারে না। সে ভালোবাসে কনাকে। কনাও হয়ত তাকে কিছুটা ভালোবাসে কিন্তু কখনোই সে ধরা দেয়না। অদ্ভুত সব চরিত্র আর বিচিত্র ঘটনা নিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।

প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮.৩০ মিনিটে প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে নাটকটি।

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিটিভিতে ‘প্রথম ভোট’

মঞ্চে আসছে নতুন দলের নতুন নাটক ‘দ্য সি অব সাইলেন্স’

হঠাৎ সৎ হওয়ার পরিণতির গল্পে নাটক ‘কাঁটা ২’

স্বপ্নদল ও ঢাকা থিয়েটারের আয়োজনে সেলিম আল দীন স্মরণোৎসব

ব্যঙ্গনাট্য ‘তার্ত্যুফ’ মঞ্চে আনছে থিয়েটারিয়ান

বেড়েছে পারিবারিক গল্পের জনপ্রিয়তা

ছোটপর্দার আলোচিত ঘটনা

টিভি ও ওটিটির আলোচিত নতুন মুখ

বড়দিনের টিভি আয়োজন

মঞ্চে আসছে শিশুতোষ নাটক ‘আনারসের ঢাকা সফর’