হোম > বিনোদন > সিরিয়াল

বাদ পড়ছে মেঘান, আসছে হিয়া

ঢাকা : স্টার জলসার ধারাবাহিক ‘ফেলনা’। এতে শিশুশিল্পী মেঘান চক্রবর্তীর অভিনয় মন কেড়েছে দর্শকের। দুষ্টুমিষ্টি হাসি আর সরল চাহনিতে জয় করে নিয়েছে বাঙালির হৃদয়। তবে দর্শকের জন্য মন খারাপের খবর, এখন থেকে আর মেঘানকে দেখা যাবে না ‘ফেলনা’য়। খুব শিগগির সে বিদায় নেবে জনপ্রিয় এই সিরিয়াল থেকে। তার জায়গায় আসবে নতুন মুখ।

কেন এমন সিদ্ধান্ত নিলেন প্রযোজক-নির্মাতারা? অথচ সিরিয়ালটির জনপ্রিয় মুখ মেঘান। বলা চলে তার জন্যই দিনে দিনে সিরিয়ালটির টিআরপি বেড়েছে। জানা গেল, করোনা পরিস্থিতিতে শিশুশিল্পী নিয়ে কাজ করায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাই নির্মাতা-প্রযোজক চাইলেও মেঘানকে নিয়ে এগোনো হচ্ছে না তাঁদের।

এই সিরিয়ালের প্রযোজক রাজ চক্রবর্তী। শিশু চরিত্র বাদ দিতে বেশ মাথা ঘামাতে হয়েছে প্রযোজক-নির্মাতাদের। গল্প এগিয়ে দিয়েছেন দশ বছর। ছোট্ট ‘ফেলনা’ ততদিনে কিশোরী। কিশোরী ‘ফেলনা’ চরিত্রে হাজির হবে হিয়া দে। এখন থেকে কিশোরী ফেলনা হিসেবে ‘পটলকুমার গানওয়ালা’ খ্যাত হিয়াকেই দেখবেন দর্শক।

সিরিয়াল থেকে বিদায় নেওয়ার আগে সবাইকে ধন্যবাদ জানিয়েছে মেঘান। ইনস্টাগ্রামে ‘ফেলনা’ চরিত্রের তিনটি ছবি পোস্ট করে লিখেছে, ‘ফেলনাকে এত আদর দিয়েছ তোমরা। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা।’

‘ফেলনা’র আগে ‘কাদম্বিনী’ ধারাবাহিকেও কাজ করেছে মেঘান। ওটিটিতে কাজের অভিজ্ঞতাও আছে তার। হইচইয়ের ওয়েব সিরিজ ‘সেই যে হলুদ পাখি’র দ্বিতীয় সিজন এবং ‘নতুন গল্প হয়ে যাক’–এ কাজ করেছে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে।

কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে মেঘান জানিয়েছিল, তার বাবা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। এখন বাবাকে কাছে পেয়ে মনের ভার একটু কমেছে। বাবা হাসপাতাল থেকে আসার পর লেখে, ‘বাবা, তুমিই আমার সব। তোমাকে এতদিন ছেড়ে কখনো থাকিনি। লড়াই জিতে তুমি ফিরে এসেছ। এতদিনের ভয়, মন খারাপ এবার শেষ।’

তবে, শেষ আর হলো কই! ‘ফেলনা’ থেকে বাদ পড়ে যাওয়ায় একটু তো প্রভাব পড়েছেই তার ছোট্ট মনে।

নায়কের সঙ্গে দ্বন্দ্বে সিরিয়াল ছাড়লেন দিতিপ্রিয়া

পারিবারিক গল্পে নতুন ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

ভারতীয় টিভি সিরিয়ালে কেন অভিনয় করলেন বিল গেটস

৪ সেপ্টেম্বর আসছে নিশোর ‘আকা’, প্রকাশ পেল ট্রেলার

সিনেমার পর আবার ওয়েব সিরিজে ফিরলেন আফরান নিশো

ফেসবুক পোস্ট থেকে শুরু, এরপর স্ক্রিনশট ফাঁস—দ্বন্দ্বে জড়ালেন নায়ক-নায়িকা

পাঁচ বন্ধুর এক রাতের অ্যাডভেঞ্চার ‘ফাইভ গো ওয়াইল্ড’

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

অশ্লীলতার অভিযোগে নিষিদ্ধ ভারতের ২৫টি ওটিটি প্ল্যাটফর্ম

৩১ বছরেই চলে গেলেন জনপ্রিয় কে-ড্রামা তারকা, বোনের আবেগঘন নোট