হোম > বিনোদন > সিরিয়াল

ভৌতিক গল্পে রোহান-অঙ্গনা জুটি

একটি পুরোনো জমিদারবাড়ির দরজা ঠেলে ভেতরে ঢুকল দেব। ‘পারু পারু’ বলে কয়েকবার ডাকল। দোতলার বারান্দা থেকে দেবকে দেখে হাসতে হাসতে লুকিয় পড়ল পারু। তার হাসির শব্দ প্রতিধ্বনিত হলো জমিদারবাড়ির দেয়ালে দেয়ালে। সিঁড়ি বেয়ে ওপরে উঠে এল দেব। পারু দেয়ালের আড়াল থেকে বলল, ‘কী চাও তুমি?’ দেব উত্তর দিল, ‘তোকে কাছে পেতে চাই পারু।’ উত্তরে পারু বলে, ‘আমি তো তোমার পাশেই আছি, খুঁজে নাও আমাকে।’

স্টার জলসার নতুন সিরিয়াল ‘তুমি আশেপাশে থাকলে’র দ্বিতীয় প্রোমোতে দেখা গেছে এমন দৃশ্য। ‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালের বিদায়ের পর গতকাল থেকে চ্যানেলটিতে শুরু হয়েছে তুমি আশেপাশে থাকলের প্রচার। রোহান ভট্টাচার্য ও অঙ্গনা রায় প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করছেন এতে। ধারাবাহিকটি তৈরি হচ্ছে ভৌতিক গল্প নিয়ে। রোহানের চরিত্র দেবের সঙ্গে বিয়ে হবে অঙ্গনার চরিত্র পারুর। কিছুদিন পর মৃত্যু হবে পারুর। দ্বিতীয় বিয়ে করবে দেব। এরপর আবার তার জীবনে ফিরবে পারু। তবে মানুষ নয়, ভূত হয়ে।

তুমি আশেপাশে থাকলে সিরিয়ালের মাধ্যমে দুই বছর পর ছোট পর্দায় ফিরলেন রোহান। তিনি বলেন, ‘গত দুই বছরে ১৭টি সিরিয়ালের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। চেয়েছিলাম এমন গল্প নিয়ে টিভিতে ফিরতে, যা হবে একেবারে আলাদা। এত দিন পরে মনের মতো একটা গল্প পেয়েছি। এ সিরিয়ালে আমার চরিত্রের নাম দেব। পেশায় গোয়েন্দা। সিরিয়ালটি দেখে অনেক সময় মনে হবে সিনেমা দেখছেন।’

অঙ্গনা বলেন, ‘দেব আর পারু ছোটবেলা থেকে ঘনিষ্ঠ বন্ধু। পারু দেবকে প্রচণ্ড ভালোবাসে। সে-ও গোয়েন্দা গল্পের ভক্ত। যেহেতু দেব গোয়েন্দা, তাই তার কাজে সাহায্য করে পারু। এটা আমার প্রথম টিভি সিরিয়াল আর রোহানের কামব্যাক শো। দুজনের জন্যই তাই এটা খুব স্পেশাল।’ তুমি আশেপাশে থাকলে পরিচালনা করছেন অনুপম হরি।

নায়কের সঙ্গে দ্বন্দ্বে সিরিয়াল ছাড়লেন দিতিপ্রিয়া

পারিবারিক গল্পে নতুন ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

ভারতীয় টিভি সিরিয়ালে কেন অভিনয় করলেন বিল গেটস

৪ সেপ্টেম্বর আসছে নিশোর ‘আকা’, প্রকাশ পেল ট্রেলার

সিনেমার পর আবার ওয়েব সিরিজে ফিরলেন আফরান নিশো

ফেসবুক পোস্ট থেকে শুরু, এরপর স্ক্রিনশট ফাঁস—দ্বন্দ্বে জড়ালেন নায়ক-নায়িকা

পাঁচ বন্ধুর এক রাতের অ্যাডভেঞ্চার ‘ফাইভ গো ওয়াইল্ড’

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

অশ্লীলতার অভিযোগে নিষিদ্ধ ভারতের ২৫টি ওটিটি প্ল্যাটফর্ম

৩১ বছরেই চলে গেলেন জনপ্রিয় কে-ড্রামা তারকা, বোনের আবেগঘন নোট