হোম > বিনোদন > হলিউড

বিচ্ছেদের মাসখানেক পরই ধনকুবেরের সঙ্গে সম্পর্কে সোফি

পপতারকা জো জোনাসের সঙ্গে বিচ্ছেদের মাসখানেক যেতেই নতুন সম্পর্কে জড়িয়েছেন সোফি টার্নার! সম্প্রতি জনবহুল রাস্তায় এক পুরুষের সঙ্গে চুম্বনরত অবস্থায় তাঁকে দেখা গেছে। এতেই গুঞ্জন চলছে, বিচ্ছেদের শোক কাটিয়ে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন ‘গেম অব থ্রোন্স’ তারকা।

সাত বছর একসঙ্গে ছিলেন জো ও সোফি। গত অক্টোবরে তাঁরা বিচ্ছেদের ঘোষণা দেন।

বিনোদন সংবাদমাধ্যম পেজ সিক্সের প্রতিবেদন অনুযায়ী, ব্রিটেনের এক ধনকুবেরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সোফি টার্নার। তাঁর নাম পিয়ারগ্রিন পেরি জন ডিকিনসন পিয়ারসন।

গতকাল মঙ্গলবার রাস্তায় প্রকাশ্যে পিয়ারগ্রিনের সঙ্গে চুম্বনরত অবস্থায় দেখা যায় সোফিকে। দুজনে রাস্তায় দাঁড়িয়ে কথা বলেন কিছুক্ষণ। তাঁদের হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল।

কথা বলার একপর্যায়ে সোফির টুপি খুলে ঠোঁটে ঠোঁট রাখেন পিয়ারগ্রিন। এই পিয়ারগ্রিন ইংল্যান্ডে ইস্ট সাসেক্সের ধনকুবের। তিনি যে বাড়িটিতে থাকেন, সেটির মূল্য প্রায় ৫০ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ হাজার কোটি টাকা)।

পেজ সিক্সের প্রতিবেদন অনুযায়ী, পিয়ারগ্রিনেরও প্রেম ভেঙেছে কয়েক দিন আজে। ইংল্যান্ডের রাজা চার্লসের ধর্মকন্যার সঙ্গে তাঁর প্রেম ছিল বলে শোনা যায়। 

জো-সোফির বিবাহবিচ্ছেদের গুঞ্জন বেশ কয়েক মাস ধরেই চলছিল। বিবাহবিচ্ছেদের কারণ হিসেবে জো জোনাসকেই দুষেছেন সোফি। বিচ্ছেদের পর দুই সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াই চলছে। দুই সন্তানকে যুক্তরাষ্ট্রে আটকে রাখার অভিযোগ করেছেন সোফি। জোর বিরুদ্ধে আইনি পদক্ষেপও নিয়েছেন।

উল্লেখ্য, বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার ভাশুর জো জোনাস। সোফির সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক বেশ উষ্ণ ছিল বলেই জানা যায়। যদিও বিচ্ছেদের পর তিক্ততার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সোফি টার্নার ব্রিটিশ। তবে জোর সঙ্গে বিয়ে পর শ্বশুরবাড়ি যুক্তরাষ্ট্রেই থাকতেন। বিচ্ছেদের পর ব্রিটেনে ফিরে এসেছেন।

দেখা দিলেন ভিন্ন এক রবিন হুড

চলে গেলেন প্রখ্যাত পরিচালক বেলা তার

ক্রিটিকস চয়েসে সেরা অভিনেতা শ্যালামে সেরা অভিনেত্রী জেসি বাকলি

বিলিয়নের ঘর পেরোল অ্যাভাটার ৩

নতুন বছরে মাতাবে যেসব সিনেমা

অ্যানিমেশন ও হররের সাফল্য বেশি হলিউডে

হলিউডের আলোচিত ঘটনা

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস

হলিউডের পরিচালক ও তাঁর স্ত্রীর রহস্যময় মৃত্যু, ছেলে গ্রেপ্তার