হোম > বিনোদন > হলিউড

অ্যানিমেশন থেকে এবার লাইভ অ্যাকশনে ‘মোয়ানা’

বিনোদন ডেস্ক

‘মোয়ানা’ সিনেমার দৃশ্য

অ্যানিমেশনপ্রেমীদের কাছে ‘মোয়ানা’ খুবই জনপ্রিয় নাম। ডিজনির এই মিউজিক্যাল অ্যাডভেঞ্চার সিনেমা মুক্তি পায় ২০১৬ সালে। সিনেমাটি ছোট-বড় সবার মাঝে দারুণ সাড়া ফেলেছিল। আয় করেছিল প্রায় ৭০০ মিলিয়ন ডলার। আট বছর পর ২০২৪ সালের নভেম্বরে ডিজনি নিয়ে আসে এর সিকুয়েল ‘মোয়ানা ২’। এটিও ঝড় তোলে বক্স অফিসে, আয় করে ১ বিলিয়ন ডলারের বেশি।

আবারও মোয়ানার গল্প দেখা যাবে বড় পর্দায়। তবে এবার লাইভ অ্যাকশনে। অর্থাৎ আগের মতো অ্যানিমেশনে নয়, এবার চরিত্রগুলোতে অভিনয় করেছেন বাস্তবের শিল্পীরা। অবশ্য অ্যানিমেশনও থাকবে কিছু কিছু। সম্প্রতি লাইভ অ্যাকশন মোয়ানার টিজার প্রকাশ করেছে ডিজনি। ২০২৬ সালের ১০ জুলাই মুক্তি পাবে সিনেমাটি।

মোয়ানার গল্পে দেখা যায়, পলিনেশিয়ান দ্বীপের রাজকন্যা মোয়ানা মা-বাবার নির্দেশ অমান্য করে একদিন বিপজ্জনক সমুদ্রযাত্রা করে। তার উদ্দেশ্য নিজেদের আবাসস্থল বাঁচানো। পথে তার সঙ্গী হয় দেবতা মাউয়ি ও তার পোষা মোরগ। বিভিন্ন প্রাণী ও বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয় তারা। দুটি সিনেমাতেই মোয়ানা চরিত্রে কণ্ঠ দিয়েছেন আউলি ক্রাভালিও এবং মাউয়ি চরিত্রে ডোয়াইন জনসন।

লাইভ অ্যাকশন সিনেমায়ও মাউয়ি চরিত্রে অভিনয় করেছেন ডোয়াইন জনসন। অ্যানিমেশনের দুই পর্বে প্রধান চরিত্রে আউলি ক্রাভালিও কণ্ঠ দিলেও ক্যামেরার সামনে তিনি অভিনয় করতে চাননি। তাই নতুন সিনেমায় তিনি যুক্ত হয়েছেন নির্বাহী প্রযোজক হিসেবে। আর মোয়ানা চরিত্রে নেওয়া হয়েছে সিডনিতে জন্ম নেওয়া ১৭ বছর বয়সী অভিনেত্রী ক্যাথেরিন লাগাইয়াকে। এর আগে তাঁকে দেখা গেছে প্রাইম ভিডিওর ‘দ্য লস্ট ফ্লাওয়ারস অব অ্যালিস হার্ট’ সিরিজের তিনটি পর্বে। মোয়ানা সিনেমা দিয়ে প্রধান চরিত্রে অভিষেক হচ্ছে ক্যাথেরিন লাগাইয়ার।

ক্যাথেরিন লাগাইয়া বলেন, ‘এ চরিত্রে অভিনয় করতে পেরে আমি খুব খুশি। কারণ মোয়ানা আমার অনেক পছন্দের চরিত্র। আমার দাদাও এসেছিলেন পলিনেশির দ্বীপরাষ্ট্র সামোয়ার সাভাই থেকে। ফলে আমার চেহারায় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের মানুষের ছাপ আছে। মোয়ানা অনেকটা আমার মতোই দেখতে। পর্দায় ওই অঞ্চলের চরিত্র করতে পেরে ভালো লাগছে।’

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়

অ্যাভাটারে এআই ব্যবহার করেননি ক্যামেরন

জেমস ক্যামেরনের পরিচালনায় আইলিশের কনসার্ট ফিল্ম

স্কুইড গেম এবার হলিউডে

টম ক্রুজের হাতে উঠল সম্মানজনক অস্কার

সিনেমা বানিয়ে সর্বস্ব খুইয়েছেন ফ্রান্সিস ফোর্ড কপোলা

গ্র্যামিতে মনোনয়ন পেয়ে আপ্লুত ব্ল্যাকপিঙ্কের রোজে

সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো ‘অনুশোচনা’ নেই অ্যানিস্টনের

বিয়ের গুঞ্জনের মধ্যেই টম ক্রুজ ও আনা ডি আরমাসের সম্পর্কচ্ছেদের খবর

সন্তানহীন হলেও দত্তক নিতে আপত্তি জেনিফার অ্যানিস্টনের