হোম > বিনোদন > হলিউড

সন্তান নিতে চান না, তাই বিবাহবিচ্ছেদ ঘটালেন অভিনেত্রী

গত বছরের জুলাইয়ে হুট করেই বিচ্ছেদের ঘোষণা দেন সোফিয়া ভারগারা ও জো ম্যাঙ্গানিয়েলো। হলিউডের এ তারকা দম্পতির বিচ্ছেদের কারণ নিয়ে চলছিল নানা গুঞ্জন। তবে এত দিন এ নিয়ে মুখ খোলেননি সোফিয়া বা জো—কেউই। 

ইদানীং বিচ্ছেদের কারণ নিয়ে খোলামেলা আলোচনা শুরু করেছেন ৫১ বছর বয়সী সোফিয়া। 

স্পেনের সংবাদমাধ্যম এল পাইসকে দেওয়া এক সাক্ষাৎকারে সোফিয়া বলেন, পরিবারে নতুন সদস্য আনা নিয়ে তাঁর আর জোর মধ্যে মতের অমিল হয়। এই অমিলই শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়ায়। 

সোফিয়া বলেন, ‘আমার স্বামী আমার চেয়ে বয়সে ছোট হওয়ায় আমাদের বিয়ে ভেঙে গেছে। সে সন্তান চাইত, কিন্তু আমি বুড়ো বয়সে মা হতে চাইনি। আমার মনে হয়, সন্তানের সঙ্গে এমনটা করা ঠিক হবে না। কেউ বেশি বয়সে মা হলে আমি তাঁদের সম্মান করি, তবে আমার পক্ষে আর এটা সম্ভব হবে না।’ 

সোফিয়া ও তাঁর সাবেক স্বামী জো গোঞ্জালেজের একটি ছেলে আছে, মানোলো। এ বিষয়ে সোফিয়া বলেন, ‘১৯ বছর বয়সে আমার একটা ছেলে হয়েছিল। তার বয়স এখন ৩২। আমি এখন দাদি হতে প্রস্তুত, মা নই। জীবনে ভালোবাসা আসতে হলে, তাঁকে নিজের সন্তানসহ আসতে হবে।’ 

মার্কিন টিভি সিরিজ ‘মডার্ন ফ্যামিলি’ তারকা সোফিয়া বলেন, ‘আমি প্রায় মেনোপজে (রজঃনিবৃত্তি) পৌঁছে গেছি। এটা খুবই স্বাভাবিক বিষয়। যখন আমার ছেলে বাবা হবে, সে তখন তার সন্তান নিয়ে আমার কাছে আসবে। আমি তাকে ফেরত দেব, আর নিজের জীবনের দিকে মনোযোগ দেব! (এটা হয় না)’ 

গত জুলাইয়ে সোফিয়া ও ৪৭ বছর বয়সী জো যৌথ এক বিবৃতিতে বলেন, সাত বছরের বৈবাহিক জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। 

গত ২ জুলাই আইনগতভাবে বিচ্ছেদের আবেদন করেন জো। 

বিচ্ছেদের পর নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন দুজনই। এরই মধ্যে অভিনেত্রী কেইটলিন ও’কনোরের সঙ্গে প্রেমে জড়িয়েছেন জো। এদিকে গত কয়েক মাসে বেশ কয়েকবার একসঙ্গে দেখা গেছে সোফিয়া ও তাঁর কথিত প্রেমিক অর্থোপেডিক সার্জন জাস্টিন সালিমানকে। 

এ ছাড়া গত জুনে বাজারে আসা নিজস্ব ব্র্যান্ড টটির প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন সোফিয়া। ২৫ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন ধারাবাহিক গ্রিজেল্ডা।

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়

অ্যাভাটারে এআই ব্যবহার করেননি ক্যামেরন

জেমস ক্যামেরনের পরিচালনায় আইলিশের কনসার্ট ফিল্ম

স্কুইড গেম এবার হলিউডে