হোম > বিনোদন > সিনেমা

জীবনসঙ্গীর কাছে মাহির চাওয়া, ‘সারাজীবন এভাবেই আমার যত্ন নিবা’

সোমবার মধ্যরাতে বিয়ের খবর দিয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। পাত্র কামরুজ্জামান সরকার রাকিব পেশায় ব্যবসায়ী ও রাজনীতিক। মাহি এখন তাঁর জীবনসঙ্গী রাকিবের গাজীপুরের বাসায়।

রাকিবকে জন্মদিনের উপহার দিতেই বিয়ের জন্য ১৩ সেপ্টেম্বর তারিখটি বেছে নিয়েছেন নায়িকা। কারণ, এদিন রাকিবের জন্মদিন। আর এ কারণেই ১৩ সেপ্টেম্বরের শুরুতেই রাত ১২টা ৫ মিনিটে তাঁরা বিয়ে করেন। এটাই ছিল রাকিবের জন্মদিনে মাহির উপহার।

সোমবার দিনভর জীবনসঙ্গীর জন্মদিন উদযাপনে ব্যস্ত ছিলেন মাহি। রাত ৮টার একটু আগে ফেসবুক ঢুঁ দিলেন। স্বামীর সঙ্গে তিনটি ছবি আপলোড করে লিখলেন, ‘হ্যাপি বার্থডে টু ইউ বয়। সারাজীবন আমার এভাবেই যত্ন নিবা কিন্তু। আমি পারতাম না।’

মাহির এমন আবদারের জবাবটাও রাকিব দিয়েছেন বেশ মজা করে। কমেন্টবক্সে লিখেছেন, ‘আমি রিয়েলি অনেক বেশি সারপ্রাইজড জান কলিজা। সারাজীবন তোমাকে বিরক্ত করব কথা দিলাম।’

এর আগে ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। এরপর শুটিং স্পটসহ নানা জায়গায় প্রাণবন্ত উপস্থিতি ছিল অপু ও মাহির। তাঁদের পঞ্চম বিয়েবার্ষিকীর কয়েকদিন আগে মাহি জানান, একসঙ্গে আর থাকছেন না তাঁরা।

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার

ফেব্রুয়ারিতে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’, দেখা যাবে ৩ ভাষায়

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু হবে ‘রইদ’ সিনেমার