হোম > বিনোদন > সিনেমা

ডক প্রোডিউসিং সাউথে আরিফ

বাংলাদেশের সিনেমা নিয়ে কাজ করবেন কিরণ রাও

বিনোদন প্রতিবেদক, ঢাকা

কিরণ রাওয়ের সঙ্গে আরিফুর রহমান। ছবি: নির্মাতা আরিফের সৌজন্যে

১ থেকে ৫ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডক প্রোডিউসিং সাউথ’ শীর্ষক আয়োজন। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে তথ্যচিত্র নির্মাণের বাজেট, ডিস্ট্রিবিউশন পরিকল্পনা, চিত্রনাট্য রচনাসহ নানা বিষয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা।

ভারত, নেপাল, ভুটান, ফ্রান্স, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা অংশ নেন ডক প্রোডিউসিং সাউথ প্রজেক্টের এই অনুষ্ঠানে। বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেন গুপী বাঘা প্রোডাকশনসের নির্মাতা-প্রযোজক আরিফুর রহমান আরিফ।

নির্মাতা আরিফুর রহমান জানান, এই ল্যাব দক্ষিণ এশিয়ার স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে কাজ করবে। যেখানে বিভিন্ন ডকুমেন্টারি সিনেমার প্রকল্প প্রস্তাবনা, বাজেট, সিনেমার ডিস্ট্রিবিউশন কৌশলসহ নানা বিষয়ের উন্নয়নে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হবে।

আরিফুর রহমান বলেন, ‘এটি সাউথ এশিয়ান প্রোডিউসিং ল্যাব প্রজেক্ট। বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা অংশ নিয়েছেন এই ল্যাব প্রজেক্টে। বাংলাদেশ থেকে আমি আমন্ত্রণ পাই। এখানে দক্ষিণ এশিয়ার সিনেমা নিয়ে বিভিন্ন দেশের নির্মাতাদের সঙ্গে কথা হয়েছে। নানা ধরনের ভাবনা আদান-প্রদানের সুযোগ হয়েছে। এই প্রজেক্ট ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর স্বাধীন নির্মাতাদের সামনে এগিয়ে যাওয়ার পথ সুগম করবে।’

ডক প্রোডিউসিং সাউথ ল্যাব প্রজেক্টের এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বলিউডের ‘ধোবি ঘাট’ ও ‘লাপাতা লেডিস’খ্যাত নির্মাতা ও প্রযোজক কিরণ রাও। কিরণের সঙ্গে নানা বিষয়ে কথা হয়েছে আরিফুর রহমানের। কিরণ বাংলাদেশের সিনেমা নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, সুযোগ পেলে তিনি বাংলাদেশে আসবেন এবং এই দেশের স্বাধীন চলচ্চিত্রের বিকাশে কাজ করবেন।

আরিফ বলেন, ‘স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের সিনেমাগুলো দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ডিস্ট্রিবিউশন করতে সাহায্য করবেন বলে জানিয়েছেন কিরণ রাও। তাঁর সঙ্গে আরও বেশ কিছু যৌথ প্রজেক্ট নিয়ে কথা হয়েছে। সেগুলো এখন জানাতে চাই না। চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে চাই। তিনি বাংলাদেশে আসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। আশা করছি, বাংলাদেশের সিনেমার জন্য ভালো কিছু হবে।’

৬ বছর পর প্রকাশ্যে এল অপু-মোমরেনাজের বিচ্ছেদের খবর

শুরু হচ্ছে তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিং

রটারড্যাম উৎসবে ‘দেলুপি’

অলীকের কথায় হাবিবের গান

সৌদির রেড সি ফেস্টিভ্যালে সেরা রোহিঙ্গা ভাষার ‘লস্ট ল্যান্ড’

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন সোনিয়া, জানালেন কেমন আছেন নায়ক

কাজাখস্তানে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন নিশো

নতুন করে সাজানো হয়েছে গল্প, ফেব্রুয়ারিতে শুরু হবে শুটিং

‘নারীশাসিত পুরুষ’: সাহস থাকলে সামনে এসে কথা বল—আসিফকে ওমর সানীর চ্যালেঞ্জ