হোম > বিনোদন > সিনেমা

কলকাতার চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘ব্রিদিং ইজ আ গিফট’

কলকাতার ‘সেলুলয়েড ২৩’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসরে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশি নির্মাতা মো: আল হাসিব খান নির্মিত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্রিদিং ইজ আ গিফট’। তাসনোভা তাবাসসুম প্রযোজিত চলচ্চিত্রটি আগামীকাল রোববার উৎসবের দ্বিতীয় দিন কলকাতায় প্রদর্শিত হবে।

কলকাতার স্বনামধন্য ইঞ্জিনিয়ারিং কলেজ ফিউচার ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের ফিল্ম ক্লাব এস্ট্রেয়া আয়োজন করছে এই উৎসবের। এ বছর অনুষ্ঠিত হচ্ছে উৎসবটির পঞ্চম আসর। উৎসব চলবে আগামী ১৫ মে পর্যন্ত। আজ ১৩ মে শনিবার থেকে আগামী তিন দিনে বিশ্বের বিভিন্ন দেশের ৫০ টির বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে উৎসবটিতে।

এবারের উৎসবে বিভিন্ন দেশের স্বল্পদৈর্ঘ্য ও তথ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি থাকছে সিনেকুইজ ও সিনেডিবেটের মতো আরও কিছু ইভেন্ট। উৎসবটিতে জুরি হিসেবে থাকছেন হাওয়া খ্যাত বাংলাদেশি নির্মাতা মেজবাউর রহমান সুমন। অতিথি হিসেবে উৎসবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা অর্জুন চক্রবর্তী এবং অভিনেত্রী ঈশা সাহা।

চলচ্চিত্রটি এর আগে ২০ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল। এ ছাড়া ৬ষ্ট গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যালে সেরা বাংলাদেশি চলচ্চিত্রের পুরস্কার জিতে সিনেমাটি।

নির্মাতা আজকের পত্রিকাকে বলেন, ‘করোনা পরবর্তী সময়ে নির্মিত এই সিনেমাটি একটি মেয়ের সাইকোলজিক্যাল জার্নি ও প্যান্ডামিকের প্রভাব কে পুঁজি করে বানানো হয়েছিল। বিশ্বের আরও কিছু চলচ্চিত্র উৎসবে আমাদের সিনেমাটি প্রদর্শিত হবে।’

নকলের অভিযোগ নিয়ে মুখ খুললেন নির্মাতা হৃদয়

এ বছর নজর কাড়বে যেসব সিনেমা

ফেব্রুয়ারিতে জয়া আহসানের ‘ওসিডি’

চলচ্চিত্রে ২০২৫ সালের আলোচিত ৫ ঘটনা

খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন: জয়া আহসান

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক

চলে গেলেন ‘নারী স্বাধীনতার প্রতীক’ ব্রিজিত বার্দো

আবার শুরু হচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং

আরব সিনেমার উত্থানের বছর

নতুন বছরের শুরুতে আসছে ইমনের সিনেমা