হোম > বিনোদন > বলিউড

প্রথমবার একসঙ্গে কারিনা-আয়ুষ্মান

প্রথমবার একসঙ্গে দেখা যাবে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ও আয়ুষ্মান খুরানাকে। মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ নামের সিনেমায় দেখা যাবে তাঁদের। ২০১৯ সালের হায়দরাবাদের এক ধর্ষণ ও খুনের মামলা নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। প্রধান দুটি চরিত্রে থাকছেন কারিনা ও আয়ুষ্মান। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ইতিমধ্যে চিত্রনাট্যের কাজ শেষ করেছেন মেঘনা।

২০১৯ সালে হায়দরাবাদের কাছে শমশেবাদে ২৬ বছর বয়সী এক পশু চিকিৎসককে চারজন মিলে ধর্ষণের পর খুন করা হয়। চার অভিযুক্ত সে বছরই ধরা পড়ে। কিন্তু ঘটনাস্থলে নিয়ে গিয়ে তাদের এনকাউন্টার করে পুলিশ। ভারতীয় সুপ্রিম কোর্ট সেই এনকাউন্টারকে পরিকল্পিত বলে রায় দিয়েছিলেন, যা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।

মেঘনা গুলজার তাঁর চিত্রনাট্যে এ ঘটনার বাস্তবতা কতটা তুলে আনতে পারেন, সেটাই দেখার বিষয়। বরাবরই সত্যি ঘটনা অবলম্বনে সিনেমা নির্মাণ করতে পছন্দ করেন মেঘনা। এর আগে ‘তলওয়ার, ‘রাজি’, ‘ছপাক’-এও বাস্তব ঘটনা অবলম্বনে চিত্রনাট্য তৈরি করেছিলেন তিনি।

জানা গেছে, চলতি বছরের শেষ থেকেই ‘দায়রা’র শুটিং শুরু করবেন পরিচালক। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা আগামী বছর। তবে কারিনা ও আয়ুষ্মান সিনেমায় থাকলেও তাঁদের চরিত্র সম্পর্কে এখনো কোনো আভাস পাওয়া যায়নি।

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র