হোম > বিনোদন > বলিউড

আদিলকে বিয়ে করে ‘ফাতিমা’ নাম নিলেন রাখি সাওয়ান্ত

বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। পাত্র আদিল খান দুরানি। বিয়ের পর নিজের নাম পরিবর্তন করে এখন তিনি ‘রাখি সাওয়ান্ত ফাতিমা’। সাবেক স্বামী রিতেশ রাজের সঙ্গে বিচ্ছেদের পর এটা রাখির দ্বিতীয় বিয়ে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত বছরই নাকি বিয়ে সেরেছেন রাখি সাওয়ান্ত। বিচ্ছেদের পরই আদিলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। গতকাল বুধবার এই জুটির রেজিস্ট্রি ম্যারেজের ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। 

বিয়ের খবর নিশ্চিত করে ইন্ডিয়া টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে রাখি বলেন, ‘আমি আদিলকে বিয়ে করেছি। তিন মাসের পরিচয়ের পর গত বছরের জুলাইয়ে আমরা বিয়ে করি। আদিল বিষয়টি প্রকাশ করতে চায়নি, তাই আমিও চুপ থেকেছি গত সাত মাস।’

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, রাখি ও আদিল দুজনেই রেজিস্ট্রির কাগজ হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। দুজনের গলাতেই রয়েছে বিয়ের মালা। ছবির কাগজে দেখা যায়, তাঁদের বিয়ে হয়েছে গত বছরের ২ জুলাই। লোকচক্ষুর আড়ালে খুব সাধারণভাবে আদিলের সঙ্গে বিয়ে সেরেছেন রাখি। এত দিন হয়ে গেলেও বিয়ের কথা কাউকে জানাননি।

এর আগে এক সাক্ষাৎকারে রিতেশ রাজের সঙ্গে বিয়েকে ‘ভুল’ বলে অভিহিত করেন রাখি। তাঁরা দুজন সালমান খানের রিয়েলিটি শো ‘বিগ বসেও’ একসঙ্গে উপস্থিত হন। রাখি বলেন, বিগ বসে অংশ নেওয়ার পর রিতেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারেন। তিনি আরও বলেন, রিতেশের সঙ্গে তাঁর বিয়ে বৈধ ছিল না, কারণ রিতেশ তাঁর প্রথম স্ত্রীকে তালাক দেননি।

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো

চলে গেলেন ধর্মেন্দ্র, শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে বলিউড তারকারা

ডিসেম্বরে শুরু ‘দৃশ্যম ৩’-এর শুটিং

শিল্পা শেঠির পছন্দের ৩ সিরিজ