হোম > বিনোদন > বলিউড

‘বিগ বস’ এর ঘরে প্রেমের হাওয়া

‘বিগ বস ১৩’ এর ঘরে শুরু হয়েছিল সিদ্ধার্থ ও শেহনাজের প্রেম। সিদ্ধার্থ শুক্লাকে প্রথম দেখাতেই শেহনাজ গিলের মনে হয়েছিল, কোনো রসায়ন আছে তাঁদের মধ্যে। সে কথা বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন এই অভিনেত্রী। সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি ঘটছে ‘বিগ বস ১৫’-এর ঘরে!

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, এবারের প্রতিযোগি মিশা আইয়ারের প্রেমে পড়েছেন ঈশান সেহগাল! মাত্র এক রাতের আলাপচারিতায় একে অপরের নাকি অনেকটাই কাছে চলে এসেছেন তাঁরা। ‘বিগ বস’-এর প্রতিটি এপিসোডে তাঁদের ভালোবাসা প্রকাশ্যে আসছে।

এই এপিসোডে শমিতা শেঠি এবং বিশালকে ‘দ্য আক্কা আন্না শো’ পরিচালনায় দায়িত্ব দেওয়া হয়। সেখানেই মিশার প্রতি ঈশানের অনুভূতির কথা জানতে চেয়েছিলেন তাঁরা।

এরপরই সেখানে হাঁটু মুড়ে বসে ঈশান তাঁর অনুভূতির কথা মিশার সামনে প্রকাশ করেন। মিশাকে তিনি বলেন, ‘প্রথম রাতেই তোমায় ভালোবেসে ফেলেছি। আমার সব অনুভূতি, অস্তিত্ব শুধুই তোমায় ঘিরে। ঈশান আর মিশা মিলেমিশে একাকার ‘মিশান’-এ। তুমি কি ‘মিশান’ হবে?’ এরপরই মিশা ঈশানকে জড়িয়ে ধরে বলেন, তিনিও ভালোবাসেন।

এই এপিসোডের বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ফারাহ খান। তিনি এসব দেখে মজার ছলেই বলেছিলেন, ‘প্রথম দেখায় প্রেম জানতাম। এ তো দেখছি প্রথম রাতেই প্রেম!’

অন্যদিকে উপস্থাপক সালমান অবশ্য এসব দেখে আগাম সতর্ক করেছেন দুই প্রতিযোগীকে। তাঁর কথায়, বিগ বস’ জাতীয় পর্যায়ের অনুষ্ঠান। তাই ‘মিশান’ অর্থাৎ তাঁদের দুজনকে নিয়ে কিন্তু ঘরে ঘরে চর্চা শুরু হবে। তাঁরা অবশ্য বলছেন, সব কিছু মাথায় রেখেই এগোবেন দুজনে।

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো

চলে গেলেন ধর্মেন্দ্র, শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে বলিউড তারকারা

ডিসেম্বরে শুরু ‘দৃশ্যম ৩’-এর শুটিং

শিল্পা শেঠির পছন্দের ৩ সিরিজ