‘ভুলভুলাইয়া টু’ সিনেমার দারুণ সাফল্যের পর নাকি আকাশছোঁয়া পারিশ্রমিক হাঁকছেন কার্তিক আরিয়ান! এ বিষয়ে তুমুল জল্পনা চলছে নানা মাধ্যমে। গুজব রটার পর পাল্টা জবাবও দিয়েছেন অভিনেতা।
বলিউড লাইফের খবরে জানা যায়, এর আগে ছবিপ্রতি ১৫-২০ কোটি টাকা নিতেন অভিনেতা। এক ধাক্কায় এবার ৩৫-৪০ কোটি টাকা পারিশ্রমিক চাইতে চলেছেন কার্তিক, এমন চর্চায় সরগরম বলিপাড়া থেকে নেট দুনিয়ায়।
আর এমন গুজব রটার পর পাল্টা জবাব দিলেন অভিনেতা। সব গুজবের পাল্টা জবাবে কিছুটা রসবোধ দেখিয়ে নায়ক টুইট করেন, ‘প্রমোশন হয়েছে জীবনে, ইনক্রিমেন্ট নয়! ভিত্তিহীন কথা সব।’
কার্তিক যা-ই বলুন, গুজবের চাকা থামে কি না, সেটিই এখন দেখার! আপাতত নতুন ছবির তালিকা নিয়ে অপেক্ষায় কার্তিক। ‘শাহজাদা’ ও ‘ফ্রেডি’র মতো একের পর এক ছবিতে দেখা যাবে তাঁকে।