হোম > বিনোদন

সমু চৌধুরীকে উদ্ধার করল পুলিশ

বিনোদন প্রতিবেদক, ঢাকা

সমু চৌধুরী। ছবি: সংগৃহীত

হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ার একটি ছবি বিস্মিত করল সবাইকে। অভিনেতা সমু চৌধুরী গামছা পরিহিত অবস্থায় শুয়ে আছেন একটি গাছতলায়। অনেকেই ভেবেছিলেন, কোনো শুটিংয়ের দৃশ্য। কিন্তু, অভিনয় শিল্পীসংঘে খোঁজ নিয়ে জানা গেল, এটা কোনো শুটিংয়ের দৃশ্য নয়, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার মুখী শাহ মিসকিন মাজারে গামছা পরে শুয়ে আছেন সমু চৌধুরী।

আজকের পত্রিকার স্থানীয় প্রতিনিধি জানান, দুপুর ১২টার দিকে তাঁকে সেখানকার একটি গাব গাছের নিচে শুয়ে থাকতে দেখা গেছে। মামুন নামের স্থানীয় এক যুবক সমু চৌধুরীর সেই ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন।

অভিনয় শিল্পীসংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, ‘আসলে ঠিক কী হয়েছে আমরা এখনও নিশ্চিত নই। সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে আমরা নিকটস্থ থানায় যোগাযোগ করে তাঁকে নিরপত্তা দেওয়ার অনুরোধ জানিয়েছি। সমু চৌধুরীকে এখন থানায় নিয়ে যাওয়া হয়েছে। দ্রুতই তাঁকে ঢাকা নিয়ে আসার ব্যবস্থা করা হবে। তখন বিস্তারিত জানা যাবে।’

এ বিষয়ে জানতে চাইলে পাগলা থানার ডিউটি অফিসার এসআই শাহ আলম বলেন, ‘আমরা বিষয়টি জানার পর খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করেছে। পরবর্তীতে আরও বিস্তারিত জানাতে পারব।’

এ বছর নজর কাড়বে যেসব সিনেমা

প্রথমবার মঞ্চে একক অভিনয়ে চিত্রলেখা গুহ

‘হক’সহ মুক্তির তালিকায় একগুচ্ছ সিনেমা-সিরিজ

ফেব্রুয়ারিতে জয়া আহসানের ‘ওসিডি’

ভালো কাটুক নতুন বছর

কুমার বিশ্বজিতের সুরে মৌমিতার নতুন গান

দুই পরিবারের বৈরিতার গল্প নিয়ে ধারাবাহিক ‘বিশ্বাস বনাম সরদার’

নতুন বছরে মাতাবে যেসব সিনেমা

২০২৫ সালে যাঁদের হারিয়েছি

চলচ্চিত্রে ২০২৫ সালের আলোচিত ৫ ঘটনা