হোম > বিনোদন > সিনেমা

কাজান উৎসবে জায়গা পেল বাংলাদেশের আরেক সিনেমা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘মাস্তুল’ সিনেমার দৃশ্যে ফজলুর রহমান বাবু। ছবি: নির্মাতার সৌজন্যে

আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে রাশিয়ার কাজান চলচ্চিত্র উৎসবের ২১তম আসর। আগেই জানা গিয়েছিল, এবারের উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজনস’ এবং তথ্যচিত্র ‘মাইটি আফরিন: ইন দ্য টাইম অব ফ্লাডস’। উৎসবে নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশের আরেকটি সিনেমা ‘মাস্তুল’। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান।

কাজানের মূল প্রতিযোগিতা বিভাগে নয়, বিশেষ বিভাগে নির্বাচিত হয়েছে মাস্তুল। কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উৎসবের ‘রাশিয়া-ইসলামিক ওয়ার্ল্ড’ বিশেষ বিভাগে মূল প্রতিযোগিতার বাইরে ১০টি চলচ্চিত্র নির্বাচন করা হয়েছে। যেখানে মানবতাবাদ ও সহমর্মিতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সেই বিভাগেই প্রদর্শিত হবে মাস্তুল।

‘মাইটি আফরিন’ তথ্যচিত্রের দৃশ্য

জলে ভাসমান জাহাজিদের গল্প নিয়ে নির্মিত হয়েছে মাস্তুল। সিনেমাটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, সিফাত বন্যা প্রমুখ। কাজান উৎসব ছাড়াও আগামী সেপ্টেম্বরে স্পেনে অনুষ্ঠেয় ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছে মাস্তুল।

স্বল্পদৈর্ঘ্য ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজনস’

কাজান উৎসবে স্থান পাওয়া দ্য পেয়ার অব হোয়াইট পিজনস স্বল্পদৈর্ঘ্যটি পরিচালনা করেছেন শাহরিয়ার আজাদ সৌমিক। নির্মাতা জানান, এক জোড়া কবুতরকে ঘিরে এর গল্প। এর সঙ্গে জড়িয়ে আছে তার গ্রামে কাটানো শৈশবের স্মৃতি। অন্যদিকে আফরিন নামে সাহসী এক মেয়ের গল্প তুলে ধরা হয়েছে মাইটি আফরিন: ইন দ্য টাইম অব ফ্লাডস তথ্যচিত্রে। ১২ বছরের আফরিনের বসবাস ব্রহ্মপুত্র নদের এক দূরবতী দ্বীপে। সেখানে হঠাৎ করে শুরু হয় বন্যা। জলবায়ু উদ্বাস্তু হয়ে সে নানা প্রতিকূলতাকে পাশ কাটিয়ে বাবাকে খুঁজতে বের হয়। অভিনয় করেছেন আফরিন খানম, বন্যা আক্তার, ফিরোজা বেগম প্রমুখ। তথ্যচিত্রটি পরিচালনায় অ্যাঞ্জেলস রালিস।

আজ টিএসসিতে চতুর্দশ সঞ্জীব উৎসব

বড়দিনের টিভি আয়োজন

সম্মানী না পাওয়ার অভিযোগ মতিন চৌধুরীর, অস্বীকার করলেন দীপন

মঞ্চে আসছে শিশুতোষ নাটক ‘আনারসের ঢাকা সফর’

গল্প চুরির অভিযোগ অস্কারে মনোনীত ‘হোমবাউন্ড’ সিনেমার বিরুদ্ধে

ছয় বছর পর অংশুর পরিচালনায় সুনেরাহ, আরশের সঙ্গে তোলা ছবি নিয়ে গুঞ্জন

বড়দিন উপলক্ষে শিল্পকলায় বিশেষ আয়োজন

ট্রেলারেই ঝড় তুলল নোলানের ‘দ্য ওডিসি’

শত পর্বে ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’

নতুন গান নিয়ে আসছেন পান্থ কানাই