হোম > বিনোদন

জন্মদিনে জে-হোপের যে উদ্যোগ মন কাড়ল সবার

বিনোদন ডেস্ক

জে-হোপ। ছবি: ইনস্টাগ্রাম

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের অন্যতম সদস্য জে-হোপ। গানের বাইরে দানশীল হিসেবেও সুনাম আছে তাঁর। জন্মদিনেও সে প্রমাণ রাখলেন বিটিএস র‍্যাপার। ১৮ ফেব্রুয়ারি ছিল জে-হোপের ৩১তম জন্মদিন। বিশেষ এই দিনে তাঁর একটি কাজ মন ছুঁয়ে গেল ভক্তদের।

সংবাদমাধ্যম কোরিয়া বায়োমেডিকেল রিভিউ জানিয়েছে, শিশুদের চিকিৎসাসেবা আরও উন্নত করার জন্য ২০০ মিলিয়ন ওন দান করেছেন তিনি; বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা। এই অর্থ জে-হোপ দিয়েছেন সিউলের আসান মেডিকেল সেন্টারের শিশু বিভাগে। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন এই র‍্যাপার।

জে-হোপ বলেন, ‘যে শিশুরা চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছে, তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমার বিশ্বাস, এতে সুস্থ ও আশাবাদী ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারবে তারা। আমার ভক্তদের ধন্যবাদ দিতে চাই, যারা আমাকে সব সময় ভালোবাসা দিয়েছে। প্রতিবছর আমি এমন অনুদান প্রদান করব, যা এবারের জন্মদিন থেকে শুরু হলো।’

এর আগেও ২০২২ সালে আসান মেডিকেল সেন্টারকে ১০০ মিলিয়ন ওন দিয়েছিলেন জে-হোপ। হাসপাতালের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, জে-হোপের দেওয়া এই অর্থ শিশুদের চিকিৎসা সুবিধা ও হাসপাতালের পরিবেশ উন্নত করার জন্য ব্যবহৃত হবে। পাশাপাশি শিশুদের দুরারোগ্য রোগের ওপর গবেষণার জন্যও ব্যবহার করা হবে।

এদিকে ২৮ ফেব্রুয়ারি থেকে প্রথম আন্তর্জাতিক ট্যুর শুরু করছেন জে-হোপ, শেষ হবে আগামী ১ জুন। ‘হোপ অন দ্য স্টেজ ট্যুর’ নামের এই সংগীতসফরের প্রথম তিন রাত গাইবেন সিউলে। পর্যায়ক্রমে এশিয়ার বিভিন্ন শহরে ১৯টি ও উত্তর আমেরিকার বিভিন্ন শহরে ১২টি—মোট ৩১টি কনসার্টে পারফর্ম করবেন তিনি।

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

‘ইত্যাদি’র নতুন পর্ব এবার চুয়াডাঙ্গায়

‘মহাশূন্যে সাইকেল’ নাটকের চার দিনে সাত প্রদর্শনী

নতুন লুকে চমকে দিলেন কিয়ারা আদভানি

দর্শক চায় বাস্তবজীবনেও আমাদের জুটি হোক

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

নির্ধারিত সময়ের দুই দিন পর শুরু হচ্ছে নবীন প্রবীণ নাট্যমেলা

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

ওসমান হাদির মৃত্যু: শিল্পী-নির্মাতাদের উদ্বেগ ও শোক প্রকাশ