হোম > বিনোদন > গান

স্পটিফাইয়ে আবারও সেরা টেলর সুইফট

বিনোদন ডেস্ক

টেলর সুইফট। ছবি: সংগৃহীত

গান শোনার বিকল্প মাধ্যম হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই। সংগীতশিল্পীরা এখন এ প্ল্যাটফর্মে নতুন গান মুক্তি দেন। বছরশেষে স্পটিফাই জানিয়ে দেয়, কোন শিল্পী কিংবা ব্যান্ডের কোন গানগুলো বছরজুড়ে বেশি শুনেছেন শ্রোতারা। সে অনুযায়ী জনপ্রিয় শিল্পী ও গানের রেটিং দেওয়া হয়। সম্প্রতি স্পটিফাই প্রকাশ করেছে এ বছরের তালিকা। ‘স্পটিফাই র‍্যাপড ২০২৪’ শীর্ষক এ তালিকায় সবচেয়ে জনপ্রিয় শিল্পী হিসেবে জ্বলজ্বল করছে টেলর সুইফটের নাম। গত বছরও সেরা হয়েছিলেন তিনি।

স্পটিফাই জানিয়েছে, টেলর সুইফটের সর্বশেষ অ্যালবাম ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ এ বছর সবচেয়ে বেশি শুনেছেন শ্রোতারা। এছাড়া, এ প্ল্যাটফর্মে থাকা তাঁর অন্যান্য গানেরও শ্রোতারা বেড়েছে। সবমিলিয়ে ২০২৪ সালে ২৬ দশমিক ৬ বিলিয়ন বার স্ট্রিমিং হয়েছে সুইফটের গানগুলো।

স্পটিফাইয়ের তালিকা অনুযায়ী, জনপ্রিয়তায় টেলর সুইফটের পরেই রয়েছেন কানাডিয়ান গায়ক দ্য উইকেন্ড। এছাড়া, সেরা দশ শিল্পীর তালিকায় রয়েছেন ব্যাড বানি, ড্রেক, বিলি আইলিশ, ট্রাভিস স্কট, পেসো প্লমা, কাইনি ওয়েস্ট, আরিয়ানা গ্রান্দে ও কলম্বিয়ান গায়ক ফেইড।

টানা দুই বছর সেরা শিল্পী হওয়া ছাড়াও স্পটিফাইয়ে বেশ কিছু রেকর্ড করেছেন টেলর সুইফট। তিনিই প্রথম শিল্পী, যাঁর অ্যালবাম এ প্ল্যাটফর্মে একদিনে তিন শ মিলিয়নবার শোনা হয়েছে। এক সপ্তাহে শোনা হয়েছে এক বিলিয়নের বেশিবার।

এবারের স্পটিফাইয়ের তালিকা অনুযায়ী, নারী সংগীতশিল্পীদের অ্যালবাম বিশ্বজুড়ে সবচেয়ে বেশি শুনেছেন শ্রোতারা। টেলর সুইফটের পর দ্বিতীয় অবস্থানে আছে বিলি আইলিশের ‘হিট মি হার্ড অ্যান্ড সফট’ অ্যালবাম। এছাড়া, পর্যায়ক্রমে রয়েছে সাবরিনা কার্পেন্টারের ‘সফট অ্যান্ড সুইট’, ক্যারল জির ‘মানানা সেরা বনিতো’, আরিয়ানা গ্রান্দের ‘এটারনাল সানশাইন’, সুইফটের ‘১৯৮৯’ (টেলর ভার্সন), সিজার ‘এসওএস’ এবং সুইফটের আরেক অ্যালবাম ‘লাভার’।

টেলর সুইফট। ছবি: সংগৃহীত

স্পটিফাইয়ে বর্ষসেরা ১০ গান

১. এসপ্রেসো (সাবরিনা কার্পেন্টার)

২. বিউটিফুল থিংস (বেনসন বুন)

৩. বার্ডস অব ফিদার (বিলি আইলিশ)

৪. গাটা অনলি (ফ্লয়মেনর, ক্রিস এমজে)

৫. লুজ কন্ট্রোল (টেডি সুইমস)

৬. এন্ড অব বিগিনিং (ডিজো)

৭. টু সুইট (হোজিয়ার)

৮. ওয়ান অব দ্য গার্লস (দ্য উইকেন্ড, জেনি, লিলি রোজ)

৯. ক্রুয়েল সামার (টেলর সুইফট)

১০. ডাই উইথ স্মাইল (ব্রুনো মার্স, লেডি গাগা)

বিজয় দিবসের নাটকে মৌ

পুরস্কার পেল ‘সুলতানার স্বপ্ন’

১০ হাজার কোটিতে আধুনিক শহর বানাচ্ছেন সালমান

‘ম্যান ভার্সেস বেবি’সহ মুক্তি পেল যেসব সিনেমা-সিরিজ

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’

ফেসবুক পোস্টের গল্প থেকে নাটক, কেন্দ্রীয় চরিত্রে অহনা

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন সোনিয়া, জানালেন কেমন আছেন নায়ক

কাজাখস্তানে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন নিশো

সংগীত নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা জানতে চান হামিন আহমেদ

বিজয়ের মাসে সুমীর চার গান