হোম > বিনোদন > বলিউড

অর্জুনের সঙ্গে বিচ্ছেদের পর কেন এমন মন্তব্য মালাইকার

ফাইল ছবি

বহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?

ভিডিওতে মালাইকাকে দেখা যায়, খোলা চুলে হেঁটে যাচ্ছেন, পরনে সাদা টি-শার্ট, সঙ্গে হালকা রঙের ঢিলেঢালা নীল ডেনিম। টিশার্টে ইংরেজিতে চারটি লাইন লেখা। সেই লেখা দেখে এক নারী প্রশ্ন করেন টিশার্টে কী লেখা? নেটিজেনদের অনুমান তিনি মালাইকার বন্ধু। জবাবে মালাইকা পাল্টা প্রশ্ন করেন, ‘তোমার ভালো লেগেছে?’

টি-শার্টের গায়ে লেখা পড়ে শোনান মালাইকা। এই মডেল ও অভিনেত্রী বলেছিলেন, ‘আমি খুব একঘেয়ে মানুষ। শুধু টাকা উপার্জন করি আর বাড়ি চলে আসি।’ ভিডিওর মন্তব্যের ঘরে অনেকে লিখেছেন, ‘কঠিন সময় পেরিয়ে আবারও উঠে দাঁড়াবে। আগের তুলনায় আরও শক্তিশালী হয়ে উঠবে’, কেউবা মন্তব্য করেছেন, ‘তুমি খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ। কিন্তু তুমি একেবারে সঠিক জীবনযাপন করছ। ভালোবাসা নিয়ো।’

প্রেমিক অর্জুনের সঙ্গে বিচ্ছেদের মধ্যে গত ১১ সেপ্টেম্বর সকালে মুম্বাইয়ের বান্দ্রার একটি ছয়তলা বিল্ডিংয়ের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন মালাইকার বাবা অনিল অরোরা। বলাই চলে সময় খুব একটা ভালো চলছে না অভিনেত্রীর।

মঞ্চে আসছে নতুন দলের নতুন নাটক ‘দ্য সি অব সাইলেন্স’

হঠাৎ সৎ হওয়ার পরিণতির গল্পে নাটক ‘কাঁটা ২’

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

তারকাখচিত গোল্ডেন গ্লোবসের মঞ্চে সেরা হলেন যাঁরা

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি

স্বপ্নদল ও ঢাকা থিয়েটারের আয়োজনে সেলিম আল দীন স্মরণোৎসব

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

এখনো অনিশ্চিত বিজয়ের শেষ সিনেমার মুক্তি

ইন্ডিয়ান আইডল-৩ জয়ী প্রশান্ত তামাং আর নেই

‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক