হোম > বিনোদন

খোলা আকাশের নিচে শপথ

আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচিত নেতারা। করোনাকাল, তাই শপথের জন্য বেছে নেওয়া হয়েছে এফডিসির উন্মুক্ত আকাশ।

আজ বুধবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে বিএফডিসিতে অবস্থিত পরিচালক সমিতির অফিসে হাজির হয়ে নতুন সভাপতি সোহানুর রহমান সোহানকে শপথবাক্য পাঠ করান নির্বাচন কমিশনার আব্দুল লতিফ বাচ্চু। এরপর সোহানুর রহমান সোহান এফডিসির শহীদ মিনার চত্বরে অন্য নির্বাচিতদের শপথ পড়ান উন্মুক্ত আকাশের নিচে।

শপথের আনুষ্ঠানিকতা শেষে সোহানুর রহমান সোহান মাইকে জানান করোনার ভয়াবহতার কথা। আগত সবাইকে অনুরোধ করেন স্বাস্থ্যবিধি মেনে চলার। উদাহরণ টেনে বলেন, ‘সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। আপনারা সবাই নিরাপদে থাকবেন। করোনার কথা ভেবেই এই উন্মুক্ত আকাশের নিচে আমরা শপথের আয়োজন করেছি।’

সহস্রাধিক চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষের আগমন ঘটেছে এই আয়োজনে। শপথ শেষে নির্বাচিতরা ভেসেছেন চলচ্চিত্রের অন্য সংগঠনের নেতাদের ফুলেল শুভেচ্ছায়। ছবি ও সেলফি তোলার স্বার্থে এসময় বেশিরভাগের মুখেই ছিলো না মাস্ক।

সরকারঘোষিত সাত দিনের নিষেধাজ্ঞার মধ্যে এমন আয়োজনের অনেকে সমালোচনাও করছেন। কারণ করোনার এই ঊর্ধ্বগতির মধ্যেই ২ এপ্রিল ঘটা করে হয় এই সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।

দর্শক চায় বাস্তবজীবনেও আমাদের জুটি হোক

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

নির্ধারিত সময়ের দুই দিন পর শুরু হচ্ছে নবীন প্রবীণ নাট্যমেলা

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

ওসমান হাদির মৃত্যু: শিল্পী-নির্মাতাদের উদ্বেগ ও শোক প্রকাশ

বিশ্বনন্দিত চীনা ধারাবাহিক এবার বাংলায়

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

শিল্পকলায় নাট্যতীর্থের আয়োজনে ‘নবীন প্রবীণ নাট্যমেলা’

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে