হোম > বিনোদন

ঈদের ধারাবাহিক

বিনোদন ডেস্ক

এনটিভির ঈদের ধারাবাহিক ‘রূপবানের প্রেম’-এর দৃশ্য

বৈশাখী

মানি লোকের মান (ঈদের দিন থেকে ৭ দিন, বিকেল ৫টা ৪৫ মিনিট): পরিচালনা ফরিদুল হাসান, অভিনয়ে যাহের আলভী, ফারজানা আহসান মিহি, আবদুল্লাহ রানা, স্বপ্নীল সাথী, নান্নু প্রমুখ।

লন্ডনী জামাই (ঈদের দিন থেকে ৭ম দিন, রাত সাড়ে ৭টা): পরিচালনা আল হাজেন; অভিনয়ে রাশেদ সীমান্ত, অহনা রহমান, আহসানুল হক মিনু প্রমুখ।

ট্রাক ড্রাইভার (ঈদের দিন থেকে ৭ম দিন, রাত ৯টা ২০ মিনিট): পরিচালনা রুহুল আমিন শিশির; অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, আইনুন পুতুল, ফারজানা ছবি প্রমুখ।

চ্যানেল আই

মিশন মুন্সিগঞ্জ (ঈদের দ্বিতীয় থেকে ৮ম দিন পর্যন্ত সন্ধ্যা ৬টা ১০ মিনিট): পরিচালনায় অনিমেষ আইচ; অভিনয়ে আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, ভাবনা প্রমুখ।

দীপ্ত টেলিভিশন

কথা হবে হিসাব করে (ঈদের দিন থেকে ৭ দিন, রাত ৯টা ৪০ মিনিট)।

মাছরাঙা

বিয়ের জ্বালা (ঈদের দিন থেকে ৭ দিন, সন্ধ্যা ৭টা ২০ মিনিট): রচনা ও পরিচালনা সহীদ উন নবী, অভিনয়ে শামীম হাসান সরকার, সেমন্তী সৌমি, সাদিয়া তানজিন প্রমুখ।

এনটিভি

রূপবানের প্রেম (ঈদের দিন থেকে ৭ দিন, সন্ধ্যা সাড়ে ৬টা): চিত্রনাট্য তানিন রহমান, পরিচালনা হাসান রেজাউল। অভিনয়ে তাসনুভা তিশা, সৈয়দ জামান শাওন, রুবাইয়া এশা, কচি খন্দকার, রেশমা আক্তার, শেলী আহসান, মুসাফির সৈয়দ বাচ্চু, আনন্দ খালিদ, আব্দুল্লাহ রানা, অনিক, সুমন পাটোয়ারী প্রমুখ।

আরটিভি

এক্সকিউজ মি প্লিজ (ঈদের দিন থেকে ৭ দিন, রাত ৯টা ১০ মিনিট): রচনা ও পরিচালনা সহীদ উন নবী, অভিনয়ে শামীম হাসান সরকার, চাষী আলম, তানজিম হাসান অনিক, শখ প্রমুখ।

শিল্পকলায় নাট্যতীর্থের আয়োজনে ‘নবীন প্রবীণ নাট্যমেলা’

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

অবলোকন নাট্যদলের নতুন নাটক ‘গন্ধসূত্র’

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা

জয়তী ও সমরজিতের ‘যদি অকারণ’