হোম > বিনোদন

এ সপ্তাহের ওটিটি

বিনোদন ডেস্ক

‘লাকি ভাস্কর’ সিনেমায় দুলকার সালমান

প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।

থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স (বাংলা সিনেমা)

  • অভিনয়: দীঘি, শাওন, কারিনা কায়সার
  • মুক্তি: ২৮ নভেম্বর, চরকি
  • গল্পসংক্ষেপ: অসংখ্য ক্যাজুয়াল ও অনলাইন ডেটিংয়ের পর বিয়ের জন্য রাজি হয় প্রিয়ন্তী। তার একটাই চাওয়া—ডেস্টিনেশন ওয়েডিং। প্রিয়ন্তীর ডেস্টিনেশন ওয়েডিং প্ল্যানের দায়িত্ব পায় সায়রা। প্রিয়ন্তীর বিয়েকে কেন্দ্র করে ঘটতে থাকে নানা ঘটনা।

কিনু কাহারের থেটার (মঞ্চনাটক)

  • অভিনয়: আল মামুন, সানজিদা আমিন, ইউনুস রানা সোহেল
  • মুক্তি: ২৯ নভেম্বর, আইস্ক্রিন
  • গল্পসংক্ষেপ: নাটকের কাহিনিতে দেখা যাবে, ইংরেজ শাসনের শেষ আমল। সে সময় হাটে-ঘাটে থিয়েটার করে বেড়াতেন কিনু কাহার নামে এক ব্যক্তি। তাঁর থিয়েটার চর্চার গল্পে তৈরি হয়েছে এই নাটক।

লাকি ভাস্কর (তেলুগু সিনেমা)

  • অভিনয়: দুলকার সালমান, মীনাক্ষী চৌধুরী, আয়েশা খান
  • মুক্তি: ২৮ নভেম্বর, নেটফ্লিক্স
  • গল্পসংক্ষেপ: সিনেমার প্রেক্ষাপট ১৯৮০ সাল। একটি ব্যাংকে সাধারণ চাকরি করে ভাস্কর। দেনা-পাওনা আর টানাটানিতে চলে যায় তার সংসার। কিন্তু সময়মতো পাওনাদারদের টাকা পরিশোধ করতে না পারায় অপমানিত হতে হয় তাকে। ভাস্কর বুঝতে পারে এই জগৎ-সংসারে ধনীদের সমীহ করে সবাই, টাকা থাকলেই জীবনে আসে সম্মান। অনেক ভেবেচিন্তে ভিন্ন এক পথে পা বাড়ায় ভাস্কর। হু হু করে আসতে শুরু টাকা, সম্মান আর বিলাস। সেই সঙ্গে আসে বিপদ আর অশান্তির কালো ছায়া।

সিকান্দার কা মুকাদ্দার (হিন্দি সিনেমা)

  • অভিনয়: জিমি শেরগিল, তামান্না ভাটিয়া, অবিনাশ তিওয়ারি, রাজিব মেহতা
  • মুক্তি: ২৯ নভেম্বর, নেটফ্লিক্স
  • গল্পসংক্ষেপ: একটি জুয়েলারির প্রদর্শনী থেকে হীরা চুরির ঘটনা ঘটে। কম করে হলেও ৬০ কোটি টাকা সেই হীরার মূল্য। সন্দেহ দানা বাঁধে কামিনি সিং, মঙ্গেশ দেশাই ও সিকান্দার শর্মাকে ঘিরে। কিন্তু এরা প্রত্যেকেই জানায় তারা কোনোভাবেই এই ঘটনার সঙ্গে জড়িত না। তদন্তের ভার পড়ে পুলিশ কর্মকর্তা জসবিন্দর সিংয়ের ঘাড়ে। তিন সন্দেহভাজনকে নিয়ে অদ্ভুত এক মানসিক খেলায় মেতে ওঠে জসবিন্দর সিং।

দৃশ্যের খোঁজে শ্রীলঙ্কায় সিয়াম-সুস্মিতা

‘কাভি খুশি কাভি গাম’-এর সিকুয়েল বানাচ্ছেন করণ জোহর

বিলিয়নের ঘর পেরোল অ্যাভাটার ৩

ব্যঙ্গনাট্য ‘তার্ত্যুফ’ মঞ্চে আনছে থিয়েটারিয়ান

মারা গেছেন চিত্রগ্রাহক ও পরিচালক আব্দুল লতিফ বাচ্চু

ঈদে শাকিবের সিনেমা মুক্তি পাওয়া নিয়ে অনিশ্চয়তা: গুজবে কান না দেওয়ার অনুরোধ প্রযোজকের

আইনি ব্যবস্থা নেবেন তৌসিফ

প্রথমবার পুলিশ কর্মকর্তার চরিত্রে রুনা খান

শাহরুখ ও আমিরের পরেই অক্ষয় খান্না

নব্বইয়ের দশকের আমেজে ফাহমিদা নবীর তিন গান