হোম > বিনোদন

ঈদের নাটকের দম্পতি আফজাল ও মৌ

বিনোদন প্রতিবেদক, ঢাকা

আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ ছবি: সংগৃহীত

ঈদের নাটকে জুটি হয়ে অভিনয় করলেন আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘কোনো একদিন’ নাটকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাঁদের। নির্মাতা জানিয়েছেন, নাটকের গল্পে ক্যানসার ধরা পড়ে আফজাল হোসেন অভিনীত চরিত্রটির। বোনম্যারো স্থানান্তর করতে হবে তার। কারও সঙ্গে মিলছিল না বোনম্যারো। এমন অবস্থায় তার অফিসে হাজির হয় এক যুবক। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।

কোনো একদিন নাটকটি রচনা করেছেন ফারিয়া হোসেন। এতে আরও অভিনয় করেছেন সৌম্য জ্যোতি, তন্নী মাহমিদ তৃণা, আজম খান প্রমুখ।

গত সোমবার শেষ হয়েছে নাটকের শুটিং। শুটিংয়ে আফজাল হোসেন ও মৌর সময়ানুবর্তিতা আর পেশাদারত্ব মুগ্ধ করেছে নির্মাতা চয়নিকা চৌধুরীকে। চয়নিকা বলেন, ‘আফজাল হোসেন ও মৌ হচ্ছেন আসল নক্ষত্র। অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই তাঁদের। একজন আফজাল হোসেন কত বড় মাপের মানবিক মানুষ, সেটা তাঁর সঙ্গে কাজ না করলে পুরোপুরি বুঝতে পারতাম না। যত কাজ করছি, ততই মুগ্ধ হচ্ছি। দুজনে অনটাইমে শুটিংয়ে এসেছেন। প্রতিদিন শুটিং শেষ হতে প্রায় ১০টা বেজেছে। তবু কোনো অভিযোগ ছিল না তাঁদের। দিন শেষে ভালো একটি কাজ হোক, এটা ছিল তাঁদের চাওয়া।’

প্রশংসা করলেন সৌম্য জ্যোতিরও। চয়নিকা বলেন, ‘সৌম্যর সঙ্গে এটাই প্রথম কাজ। প্রতিদিন সকাল ৮টায় সেটে হাজির হয়েছে সে। শেষ দিন এল আরও আগে। দারুণ অভিনয় করেছে। পুরোপুরি ডিরেক্টর আর্টিস্ট। আমার বিশ্বাস, তার অভিনয় দেখে দর্শক কাঁদবে। তৃণাও খুব ভালো করেছে। একেবারে চুপচাপ, অনটাইমে সেটে আসা, স্ক্রিপ্ট পড়ে আসা, সিনিয়রদের কথা শোনা—মোটকথা কোনো পেইন পাইনি ওর কাছ থেকে।’

কোনো একদিন নাটকটি নির্মিত হচ্ছে রঙ্গন মিউজিকের ব্যানারে। প্রযোজনা করছেন জামাল হোসেন। নির্মাতা জানান, আগামী ঈদুল ফিতরে প্রচারে আসবে নাটকটি।

শুরু হচ্ছে তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিং

৬ ইয়াং স্টারকে নিয়ে ৩ বিচারকের গান

রটারড্যাম উৎসবে ‘দেলুপি’

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

অলীকের কথায় হাবিবের গান

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইউরোভিশন ট্রফি ফিরিয়ে দিলেন নেমো

জয়া ও রুনার ফটোশুট নিয়ে চুমকির সমালোচনা

সৌদির রেড সি ফেস্টিভ্যালে সেরা রোহিঙ্গা ভাষার ‘লস্ট ল্যান্ড’

বাতিল হলো আতিফ আসলামের কনসার্ট, হতাশ শিল্পীরা