হোম > বিনোদন

সানি নায়ক আমির প্রযোজক

একসঙ্গে কাজ করতে চলেছেন আমির খান ও সানি দেওল। সিনেমার নাম ‘লাহোর ১৯৪৭’। পরিচালক রাজকুমার সন্তোষী। তবে এ সিনেমায় অভিনয় করবেন না আমির। তিনি থাকছেন প্রযোজকের ভূমিকায়। ইনস্টাগ্রামে আমির খান এ ঘোষণা দিয়ে লিখেছেন, ‘আমি আর আমার টিম খুশি মনে জানাচ্ছি যে সানি দেওলের পরের সিনেমার প্রযোজক আমরা। প্রতিভাবান অভিনেতা সানি আর আমার অন্যতম প্রিয় পরিচালক রাজকুমারের সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। আশা করছি, এই যাত্রা সমৃদ্ধ করবে আমাদের।’

এ বছর সানি দেওল অভিনীত ‘গদর ২’ বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। অনিল শর্মা পরিচালিত এ সিনেমার প্রেক্ষাপট ভারত-পাকিস্তানের সমীকরণ। সাধারণ দর্শকের দেশপ্রেমের আবেগকে আরও একবার কাজে লাগাতে চান আমির। সে কথা মাথায় রেখে প্রযোজক-অভিনেতা হাত মেলালেন সানির সঙ্গে। জানা গেছে, দেশভাগের প্রেক্ষাপটে তৈরি হতে চলেছে ‘লাহোর ১৯৪৭’। খুশবন্ত সিংয়ের আলোচিত উপন্যাস ‘ট্রেন টু পাকিস্তান’ অবলম্বনে তৈরি হবে এ সিনেমা।

এখনো একসঙ্গে কোনো সিনেমায় কাজ করেননি আমির ও সানি। তবে বক্স অফিসে প্রতিদ্বন্দ্বী হিসেবে একে অপরের মুখোমুখি হয়েছেন একাধিকবার। ১৯৯০ সালে একই দিনে মুক্তি পেয়েছিল আমিরের ‘দিল’ ও সানির ‘ঘায়েল’। একই ঘটনা ঘটেছিল ১৯৯৬ সালে। বক্স অফিসে মুখোমুখি হয়েছিল আমিরের ‘রাজা হিন্দুস্থানি’ ও সানির ‘ঘাতক’। আবার ২০০১-এ ‘লগান’ ও ‘গদর’-এর মুক্তির দিনও ছিল এক। বক্স অফিসের রেষারেষি ভুলে এবার একই সিনেমায় দুই তারকা। এই জুটি যে অন্য রকম উদাহরণ তৈরি করবে, সে ব্যাপারে আশাবাদী সংশ্লিষ্ট ব্যক্তিরা।

তাহসান-রোজার সংসারে ভাঙনের সুর

বাংলাদেশি সিনেমায় নেপালি অভিনেতা প্রমোদ

ঢাকায় আজ শুরু হচ্ছে সিনেমার উৎসব

রেকর্ড গড়ল ‘পিনিক’: এক টেকে পুরো গানের শুটিং

বেলা তারের সিনেমা নিয়ে বিশেষ আয়োজন

৩২ দেশের ৭৪ সিনেমা নিয়ে চলছে বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

মুক্তির দেড় বছর পর ‘ফাতিমা’ নিয়ে চুমকীর অভিযোগ, বিস্মিত নির্মাতা

এথিক নাট্যদলের প্রতিষ্ঠাবার্ষিকী সম্মাননা পাচ্ছেন ১৭ নাট্যকর্মী

‘যত কাণ্ড কলকাতাতেই’, ‘দ্য নাইট ম্যানেজার’সহ মুক্তি পাচ্ছে যেসব সিনেমা-সিরিজ

সোনার বাংলা সার্কাসের নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’