হোম > বিনোদন

বাজেটে আরও বরাদ্দের দাবিতে সমাবেশ ডেকেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট

প্রস্তাবিত জাতীয় বাজেটে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়কে ৬৯৯ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে। যা গত অর্থবছরে এই খাতে বরাদ্দের তুলনায় ৬২ কোটি টাকা বেশি। 

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। 

তবে এই বরাদ্দ নিয়ে বিগত বছরগুলোর মতো এবারও হতাশা প্রকাশ করেছেন সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিরা। 

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ আজকের পত্রিকাকে বলেন, সংস্কৃতি খাতকে উপেক্ষা করায় ৩ জুন বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশের ডাক দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাতের দাবিকে সামনে রেখেই সমাবেশটি ডাকা হয়েছে বলে জানান তিনি।

গোলাম কুদ্দুছ বলেন, ‘আমরা এ বাজেট নিয়ে হতাশ। সংস্কৃতি খাতে আমরা আরও বরাদ্দ চেয়েছিলাম। কিন্তু আমরা হতাশ হয়েছি। এত বড় বাজেটে সংস্কৃতি খাতে এ বরাদ্দ অবহেলা ছাড়া কিছুই না।’ 

গোলাম কুদ্দুছ আরও বলেন, ‘আমরা ৫০০ উপজেলায় উন্মুক্ত মঞ্চ চেয়েছিলাম নাটকে, আবৃতি ও সংগীতের স্থায়ী প্রশিক্ষক চেয়েছিলাম। সামাজিক অবক্ষয় থেকে মাদক ঠেকাতে হলে এর বিকল্প নেই।’ 

৩ জুনের সমাবেশ সম্পর্কে তিনি বলেন, ‘কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা সমাবেশের ডাক দিয়েছি। যেহেতু এটা প্রস্তাবিত বাজেট। আমরা আশা করব, আমাদের দাবি মেনে সরকার সংস্কৃতি খাতে বাজেট বৃদ্ধি করবে।’

তাহসানের উপস্থাপনায় শুরু হচ্ছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ: সিজন ২’

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাপনী দিনের সিনেমা

রাজধানীর তিন ভেন্যুতে ‘দ্য হিউম্যান ভয়েস’-এর চার প্রদর্শনী

বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে শাকুর মজিদের তথ্যচিত্র

এ আর রাহমানের অভিযোগের পাল্টা যুক্তি দিলেন শান

৭২ বছর বয়সে আত্মজীবনী লিখলেন অঞ্জন দত্ত

মোশাররফ ও নীলা জুটির ঈদের নাটক

অ্যাভাটারের পরবর্তী পর্বে থাকবেন মিশেল ইয়ো

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

শীতার্ত মানুষের জন্য গাইবে চার ব্যান্ড