হোম > বিনোদন

বাজেটে আরও বরাদ্দের দাবিতে সমাবেশ ডেকেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট

প্রস্তাবিত জাতীয় বাজেটে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়কে ৬৯৯ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে। যা গত অর্থবছরে এই খাতে বরাদ্দের তুলনায় ৬২ কোটি টাকা বেশি। 

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। 

তবে এই বরাদ্দ নিয়ে বিগত বছরগুলোর মতো এবারও হতাশা প্রকাশ করেছেন সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিরা। 

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ আজকের পত্রিকাকে বলেন, সংস্কৃতি খাতকে উপেক্ষা করায় ৩ জুন বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশের ডাক দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাতের দাবিকে সামনে রেখেই সমাবেশটি ডাকা হয়েছে বলে জানান তিনি।

গোলাম কুদ্দুছ বলেন, ‘আমরা এ বাজেট নিয়ে হতাশ। সংস্কৃতি খাতে আমরা আরও বরাদ্দ চেয়েছিলাম। কিন্তু আমরা হতাশ হয়েছি। এত বড় বাজেটে সংস্কৃতি খাতে এ বরাদ্দ অবহেলা ছাড়া কিছুই না।’ 

গোলাম কুদ্দুছ আরও বলেন, ‘আমরা ৫০০ উপজেলায় উন্মুক্ত মঞ্চ চেয়েছিলাম নাটকে, আবৃতি ও সংগীতের স্থায়ী প্রশিক্ষক চেয়েছিলাম। সামাজিক অবক্ষয় থেকে মাদক ঠেকাতে হলে এর বিকল্প নেই।’ 

৩ জুনের সমাবেশ সম্পর্কে তিনি বলেন, ‘কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা সমাবেশের ডাক দিয়েছি। যেহেতু এটা প্রস্তাবিত বাজেট। আমরা আশা করব, আমাদের দাবি মেনে সরকার সংস্কৃতি খাতে বাজেট বৃদ্ধি করবে।’

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন: জয়া আহসান

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক

ফরিদা পারভীনের জন্মদিনে শিল্পকলায় বিশেষ আয়োজন

শুভমিতা ও ঊষা উত্থুপের কণ্ঠে সাবরিনার গান

তিন প্রজন্মের গল্পে নতুন ধারাবাহিক ‘পরম্পরা’

কনসার্টে অস্থিরতার বছর

সংগীতে আলোচিত ঘটনা

বিশ্বসংগীতের জমকালো বছর

মঞ্চায়িত হলো ‘রোকেয়ার স্বপ্নে আজকের সুলতানারা’