বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের আসর বসবার বাকি আর মাত্র দশদিন। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে মনোনয়ন তালিকা। এবার বিভিন্ন বিভাগে পুরস্কার ঘোষণা করবেন যারা, তাদের তালিকা প্রকাশ করা হয়েছে।
গতকাল বুধবার মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, এবারের অস্কারের পুরস্কার ঘোষণাকারীদের তালিকা প্রস্তুত করেছেন আসরের প্রযোজক উইল প্যাকার ও শায়লা কওয়ান।
পুরস্কার ঘোষণাকারীদের এ তালিকায় নতুন যুক্ত হয়েছেন হ্যালে বেইলি, শন ‘ড্যাডি’ কম্বস, জেমি লি কার্টিস, উডি হ্যারেলসন, স্যামুয়েল এল জ্যাকসন, শন মেন্ডেস, টাইলার পেরি ও ট্রেসি এলিস রস।
আগামী ২৭ মার্চ স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে বসতে যাচ্ছে অস্কারের ৯৪ তম আসর। এবারের অনুষ্ঠান সঞ্চালনা করবেন অ্যামি শুমার, ওয়ানডা সাইকস ও রেজিনা হল।