হোম > বিনোদন

ব্রাজিলে লেডি গাগার ফ্রি কনসার্টে ২১ লাখের বেশি মানুষের সমাগম

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সিএনএন

ব্রাজিলের রিও ডি জেনেইরোর বিশ্বখ্যাত কোপাকাবানা সৈকত শনিবার রাতে রূপ নিয়েছিল এক জনসমুদ্রে। কারণ মার্কিন পপ সুপারস্টার লেডি গাগা সেখানে একটি ফ্রি কনসার্ট উপহার দিয়েছেন। আয়োজকেরা দাবি করেছেন, ঐতিহাসিক এই অনুষ্ঠানে লোক সমাগম হয়েছে ২১ লাখেরও বেশি।

রোববার সিএনএন জানিয়েছে, কনসার্ট উপলক্ষে সকাল থেকেই মানুষ ভিড় জমাতে শুরু করে সৈকতে। সুবিধাজনক জায়গা দখল করাই ছিল তাঁদের উদ্দেশ্য। স্থানীয় কর্তৃপক্ষের অর্থায়নে আয়োজিত এই অনুষ্ঠানটি দেখতে বহু মানুষ দেশ-বিদেশ থেকেও ছুটে আসেন।

লুকাস নামে এক দর্শক সিএনএনকে জানান, তাঁর মতে এবারের জনসমাগম আগের বছরের ম্যাডোনার কনসার্টের তুলনায় অনেক বেশি। তরুণ চলচ্চিত্র নির্মাতা লুকাস বলেন, ‘শহরটা এবার আরও বেশি ভিড়াক্রান্ত মনে হচ্ছে। তবে আমি খুবই উত্তেজিত।’

ভক্তদের অনেকেই এই কনসার্টে লেডি গাগার জনপ্রিয় গানগুলোর অনুপ্রেরণায় বিশেষ পোশাকে সেজে আসেন। কারও সাজে ফুটে উঠেছে ‘পোকার ফেস’ কেউবা সেজেছিলেন ‘বর্ন দিস ওয়ে’ বা ‘ব্যাড রোমান্স’-এর বেশে। নিজের ভক্তদের লেডি গাগা ‘লিটল মনস্টারস’ নামে ডাকেন।

এই কনসার্ট ছিল লেডি গাগার নতুন অ্যালবাম ‘ম্যাহেম’-এর প্রচারণার অংশ। ৩৯ বছর বয়সী এই গায়িকা ও অভিনেত্রী এর আগে মেক্সিকো সিটিতে দুটি কনসার্ট করেছেন।

রিও কনসার্টের আগের রাতে হঠাৎ করেই গাগা সৈকতে উপস্থিত হন এক রিহার্সালের জন্য, যা দর্শকদের জন্য ছিল এক বিশাল চমক। করতালির মাঝে তিনি বলেন, ‘আমি তোমাদের অনেক মিস করেছি।’

২০১২ সালের পর এই প্রথম ব্রাজিলে পারফর্ম করলেন গাগা। কনসার্টের শুরুতেই তিনি বলেন, ‘আমি জানি এটা কোনো পূর্ণাঙ্গ শো নয়, কিন্তু এটা একেবারে সত্যিকারের শো-এর মতো লাগছে!’ এরপরই তিনি শুরু করেন তাঁর জনপ্রিয় গান ‘আলেজান্দ্রো’।

শনিবার রাতে সেই শোতে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার এক পর্যটক আব্রিল। সিএনএনকে তিনি বলেন, ‘আসলে কোপাকাবানার এই আবহটাই অসাধারণ। রিও মানেই উৎসব, রিও মানেই জাদুকরী মুহূর্ত।’

চলে গেলেন ‘নারী স্বাধীনতার প্রতীক’ ব্রিজিত বার্দো

তুমুল হট্টগোলে ফরিদপুরে পণ্ড হলো কনসার্ট, আয়োজকদের দুষলেন জেমস

আবার শুরু হচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং

বলিউডের হতাশার বছরে আলো দেখালেন রণবীর

বলিউডের আলোচিত ঘটনা

ছোট বাজেটে বড় সাফল্য দক্ষিণি ইন্ডাস্ট্রিতে

১০ ব্যান্ডের নতুন গান নিয়ে বিটিভিতে ব্যান্ড উৎসব

অ্যানিমেশন ও হররের সাফল্য বেশি হলিউডে

হলিউডের আলোচিত ঘটনা

আরব সিনেমার উত্থানের বছর