হোম > বিনোদন

বছরে একটা বা দুইটা সিনেমা করবেন মাহি

কয়েক বছর আগেও প্রায় প্রতিদিন শুটিং ফ্লোরে ব্যস্ত সময় কাটিয়েছেন মাহিয়া মাহি। তাঁকে ভরসা করেই সিনেমা বানিয়েছেন নির্মাতারা। গত বছর ওমরাহ করার পর সিনেমা থেকে ক্রমেই সরে যাচ্ছেন মাহি। চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’ ওয়েব সিনেমার শুটিংয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত করেননি। শুধু ‘বুবুজান’ সিনেমার কয়েকটি দৃশ্যের শুটিং করেছিলেন গত বছরের শেষ দিকে। বদিউল আলম খোকনের একটি সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি থেকে। সেই সিনেমারও কোনো খোঁজ নেই।

সংসার নিয়ে এখন পুরোদস্তুর ব্যস্ত মাহি। গাজীপুরে ‘ফারিশতা’ নামে একটি রেস্টুরেন্ট খুলেছেন। মাঝখানে কয়েকটি অনুষ্ঠানে দেখা গেলেও চলচ্চিত্র নিয়ে খুব একটা আলোচনায় জড়াননি তিনি। নতুন সিনেমার খবর জানতে চাইলে বলেন, ‘চূড়ান্ত হলেই জানাব।’

এখন থেকে বছরে একটা বা দুইটা সিনেমা করব। একটা সিনেমা চূড়ান্ত হয়েছে। আগামী মাস থেকে শুটিং। তখন ঘটা করে জানাব। মাহিয়া মাহি অভিনেত্রী

মাহিকে আবার পাওয়া গেল শুটিং ফ্লোরে। দুই দিন আগে এফডিসিতে শামীম আহমেদ রনীর ‘বুবুজান’ সিনেমার শেষ লটের শুটিং করেছেন। সহকারী পরিচালক পুজন মজুমদার বলেন, ‘সম্পাদনার পরে মনে হয়েছিল, কয়েকটি দৃশ্য আরেকটু ভালো করা যেত, সেই দৃশ্যগুলোর শুটিং হয়েছে। মাহির সঙ্গে শুটিংয়ে ছিলেন শান্ত খান।’ সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। এ বছরই সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক শামীম আহমেদ রনী।

নতুন সিনেমার খবর জানতে চাইলে মাহি বলেন, ‘এখন থেকে বছরে একটা বা দুইটা সিনেমা করব। একটা সিনেমা চূড়ান্ত হয়েছে। আগামী মাস থেকে শুটিং। তখন ঘটা করে জানাব।’ ব্যক্তিগত জীবনের কথা জানতে চাইলে মাহি বলেন, ‘আমি আর রাকিব ভালো আছি। দুজন দুজনকে অনেক ভালোবাসি।’

ভালো কাটুক নতুন বছর

কুমার বিশ্বজিতের সুরে মৌমিতার নতুন গান

দুই পরিবারের বৈরিতার গল্প নিয়ে ধারাবাহিক ‘বিশ্বাস বনাম সরদার’

নতুন বছরে মাতাবে যেসব সিনেমা

২০২৫ সালে যাঁদের হারিয়েছি

চলচ্চিত্রে ২০২৫ সালের আলোচিত ৫ ঘটনা

২০২৫ সালে বিয়ে ও বিচ্ছেদ হলো যাঁদের

খালেদা জিয়ার প্রয়াণে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া

হিট সিনেমার সংখ্যা বেড়েছে

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল