হোম > শিক্ষা > ক্যাম্পাস

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি: যুক্তি-বিতর্কের জগতে এক উজ্জ্বল সংগঠন

সাব্বির হোসেন

‘যুক্তি, চিন্তা ও সাম্য’ প্রতিপাদ্য সামনে রেখে প্রতিষ্ঠিত হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (সিওইউডিএস)। ২০১৪ সালের ২৮ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল সংগঠনটি। প্রায় এক দশকের এ পথচলায় সংগঠনটির অর্জনের ঝুলিতে যুক্ত করেছে নতুন নতুন পালক। ক্যাম্পাসের বাইরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্লাবটি তার যোগ্যতা ও সুনাম প্রতিষ্ঠা করেছে। শিক্ষার্থীদের মধ্যে যুক্তি ও বিতর্কের সংস্কৃতি বিকাশ করা সংগঠনটির উদ্দেশ্য।

ক্লাবটি নিয়মিতভাবে বিভিন্ন বিষয়ের ওপরে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এই প্রতিযোগিতাগুলো শিক্ষার্থীদের যুক্তি ও বিতর্কের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সপ্তাহে দুই থেকে তিনবার নিয়মিত বিতর্ক অনুশীলন করা হয়। এ ছাড়া বিতর্কে দক্ষতা বৃদ্ধির জন্য ক্লাবটি নিয়মিত ওয়ার্কশপ ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে থাকে। বিভিন্ন বিভাগের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে সংগঠনটি।

ক্লাবটির সদস্যরা নিয়মিতভাবে দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত আন্তবিশ্ববিদ্যালয়, জেলা, জাতীয় ও আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বেশ খ্যাতি অর্জন করেছেন।

আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরেও যুক্তি-বিতর্কের সংস্কৃতি ছড়িয়ে দেওয়া এ ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি তার নিরলস প্রচেষ্টার মাধ্যমে যুক্তি-বিতর্কের জগতে এক উজ্জ্বল আলো ছড়িয়ে দিচ্ছে। ক্লাবটি শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান, যুক্তি ও বিতর্কের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ আন্তর্জাতিক সম্মেলন

জবির ভর্তি পরীক্ষা শুরু শনিবার

এডিসি ন্যাশনাল ড্রামা ফিয়েস্তা ২০২৫-এ সেরা আইইউবি থিয়েটার

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ কনফারেন্স ২০২৫ শুরু