হোম > শিক্ষা > ক্যাম্পাস

বন্যার্তদের সহায়তায় এক দিনের বেতন দিলেন আইইউবিএটির শিক্ষক-কর্মকর্তাগণ

বন্যাকবলিত মানুষের সহযোগিতায় এক দিনের বেতন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার এন্ড টেকনোলজির (আইইউবিএটি) শিক্ষক এবং কর্মকর্তাগণ। 

গতকাল শনিবার (২৪ আগস্ট) আইইউবিএটির উপাচার্য অধ্যাপক আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আইইউবিএটির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইইউবিএটির শিক্ষক এবং কর্মকর্তাগণ বন্যার্ত ব্যক্তিদের সহায়তায় তাঁদের এক দিনের বেতনের সমপরিমাণের অর্থ দেবেন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মানবতার কাজে সর্বদাই নিবেদিত আইইউবিএটি পরিবার। এই সংকটকালে দেশের জন্য কিছু করতে পারায় শিক্ষক এবং কর্মকর্তাগণ গর্বিত। 

উল্লেখ্য, শিক্ষাবিদ অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ান ১৯৯১ সালে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে আইইউবিএটি প্রতিষ্ঠা করেন, যা উচ্চ শিক্ষার মাধ্যমে মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ঢাকার উত্তরায় ১০ নম্বর সেক্টরে মনোরম পরিবেশে নিজস্ব স্থায়ী ও সবুজ ক্যাম্পাসে এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ

সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর অপেক্ষায়

স্নাতক ও স্নাতকোত্তরে স্বর্ণপদক জিতেছেন তারেক

শীতের আবহে নজরুল বিশ্ববিদ্যালয়

ফ্যাশন ও সংস্কৃতির ছন্দে উদ্দীপ্ত বিইউএফটি ক্যাম্পাস

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ২৬তম সমাবর্তন অনুষ্ঠিত

জকসুতে ২১ পদের ১৬টিতে শিবিরের জয়, কে কত ভোট পেলেন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ১৫ কোটি টাকারও বেশি বিমা দাবি পরিশোধ